
ভেনেজুয়েলায় চলমান রয়েছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। কিছুদিন আগেই যেখানে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল ব্রাজিল। তবে চার দিনের ব্যবধানে বদলে গেল দৃশ্যপট। নিজেদের পরবর্তী ভিন্ন ম্যাচে একই দিন মাঠে নেমে ব্রাজিল জয়ের দেখা পেলেও জয়হীন ছিল আর্জেন্টিনা।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) ব্রাজিল যুব দল নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয়। এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে তারা বলিভিয়াকে পরাজিত করেছে ২-১ গোলে। অপরদিকে একই মাঠে কলম্বিয়ার বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা। ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।
এদিন ম্যাচের প্রথমার্ধেই বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। দলটির হয়ে ১৪ ও ২৮ মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল মোসকার্দো ও ব্রেনো বিদোন। পিছিয়ে থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বলিভিয়া। ম্যাচের ৪৭ মিনিটে মিডফিল্ডার গিলমার সেন্তেলা বাজান গোলটি করেছেন। তবে আরো একটি গোল শোধ দিতে না পারায় পরাজিত হতে হয় তাদের।
আরও পড়ুন:
» প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
» বিতর্ক ঝেড়ে মাঠের খেলায় সফলতার রহস্য জানাল রাজশাহী
এদিকে একই মাঠে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে প্রথমে এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচের ৩৩ মিনিটে গোল করেন স্ট্রাইকার অস্কার পেরেয়া। কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে গোল হজম করে শোধ দিতে বেশি দেরি করেনি আর্জেন্টাইন যুবারা। তিন মিনিট বাদেই গোল করেছেন নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরি। তবে এরপর আর কোন দল গোলের দেখা না পেলে ম্যাচ শেষ হয় ড্র।
দশ জাতির এই টুর্নামেন্টে দুইটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। যেখানে ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও থাকছে ইকুয়েডর, কলম্বিয়া এবং বলিভিয়ার যুবদল। অপর গ্রুপে রয়েছে উরুগুয়ে, চিলি প্যারাগুয়ে, ভেনেজুয়েলা ও পেরু অনূর্ধ্ব-২০ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে উভয় গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে পরবর্তী রাউন্ডে।
চলমান এই দক্ষিণ আমেরিকা যুব চ্যাম্পিয়নশিপ আসরটি ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ রাত তিনটায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা যুবদল। যেখানে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। অবশ্য এক ম্যাচ ড্র করলেও গ্রুপের শীর্ষ অবস্থানেই রয়েছে আর্জেন্টিনা। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার ভোরে ইকুয়েডের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৫/এফএএস
