Connect with us
ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

Bangladesh start t20 series with lost against West Indies
বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ছবি- বিসিবি

ডেনড্রা ডটিন উইকেটে আসার আগে তখনও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। তবে এই ক্যারিবিয়ান নারী ক্রিকেটার মাঠে আসতেই যেন লন্ডভন্ড হয়ে গেল জ্যোতিদের সব পরিকল্পনা। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটে এসেই ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন তিনি। আর সেই সুবাদে ১৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ।

আজ ভোরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। যেখানে একেবারেই পাত্তা পায়নি নিগার সুলতানা জ্যোতিরা। আগে ব্যাট করে এদিন ১৪৪ রান সংগ্রহ করতে পারে তারা। বিপরীতে মাত্র দুই উইকেট হারিয়েই সহজ জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়লো সফরকারীরা।

এদিন রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ৭৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৭২ রান। তবে ডটিনের তান্ডবে বেশ মামুলি টার্গেট বনে যায় বাংলাদেশের সংগ্রহ। চতুর্থ উইকেটে ব্যাট করতে নেমে এই ক্যারিবীয় নারী তুলে নেন ২১ বলে ঝড়ো ফিফটি। যেখানে তিনি হাকিয়েছেন ৭টি বিশাল ছক্কার মার।


আরও পড়ুন:

» বিতর্ক ঝেড়ে মাঠের খেলায় সফলতার রহস্য জানাল রাজশাহী

» নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২৮ জানুয়ারি ২৫)


উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে অপরাজিত ফিফটি করেছেন হেলি ক্রিস্টিয়ান ম্যাথিউসও। খেলেন ৫৪ বলের ৬০ রানের ইনিংস। ওপেনিংয়ে কিয়ানা জোসেফের ব্যাট থেকে আসে ২১ বলে ২৯ রান।

এদিকে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানার ফিফটিতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। খেলেন ৪০ বলে ৫৩ রানের ইনিংস। শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ৪১ বলে ৩৭ রান। সোবহানা মোস্তারি করেছেন ২১ বলে ২২ রান।

এদিকে দেশে বিপিএলের ব্যস্ততা থাকা অনেকে খোঁজ রাখছেন না বাংলাদেশ নারী দলের এই সিরিজের কথা। অবশ্য এর আগে খেলা ওয়ানডে সিরিজ ছিল বেশ গুরুত্বপূর্ণ। যেখানে জিততে পারলে বাংলাদেশের সুযোগ ছিল সরাসরি আসন্ন ভারত বিশ্বকাপে খেলার। যদিও সেই মিশনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলতে সফররত রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট