Connect with us
ফুটবল

ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

ইন্দোনেশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। রাউন্ড অব সিক্সটিনে ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ক্লদিও এচেভেরি, সান্তিয়াগো লোপেজ আর অগাস্টিন রবার্তোর গোলে বড় জয় পেয়েছে মেসির উত্তরসূরীরা।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা। আক্রমণ সামাল দিতে না পেরে ১৫ মিনিটেই নিজেদের জালে বল জড়ান ডিফেন্ডার বালবো ভিয়েরা। ২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন সান্তিয়াগো লোপেজ। পরের গোলটা নতুন মেসি খেতাব পাওয়া ক্লদিও এচেভেরির।

৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ধীরে খেলে। কোচও একাধিক ফুটবলার বদলী করে সবার সক্ষমতা দেখে নেন। ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে আসে দলের চতুর্থ গোল। স্পটকিকে নিজের প্রথম গোল করেন ফ্যাবিয়ান রবার্তো।

ম্যাচের ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন আর্জেন্টাইন নাম্বার নাইন ফ্যাবিয়ান রবার্তো। ৫-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসিদের ছোটরা।

আগামীকাল (২২ নভেম্বর) ভোরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে সিনিয়র ব্রাজিল-আর্জেন্টিনা। আর আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল।

সুপার সিক্সটিনের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। এ দুই দলের ম্যাচে যে জিতবে সে উঠবে সেমিফাইনালে। এর আগে প্রথম কোয়ার্টারে মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। বাকি কোয়ার্টারে লড়বে মালি ও মরক্কো। এখনো দুই দলের কোয়ার্টার চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: মোরসালিনের দুর্দান্ত গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল