Connect with us
ক্রিকেট

মুখ রক্ষার দিনে বাংলাদেশের সামনে আরেকটি চ্যালেঞ্জ

bangladesh
টিম বাংলাদেশ। ছবি- সংগৃহীত

মুখ রক্ষার লড়াইয়ের পরিবর্তে বলা যায়—২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির অলিখিত বাছাইপর্বের লড়াই। আজ ইডেন গার্ডেনে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টেবিলের ৯ এ থাকা বাংলাদেশ।

বর্তমানে বিশ্বকাপে টাইগার শিবিরের যে কি ধ্বজভঙ্গ অবস্থা তা প্রায় সবারই জানা। টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলে ধুঁকতে থাকা বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্নও প্রায় শেষ। তবে হারার চেয়েও ক্রিকেটারদের নিয়ে সমালোচনা উঠেছে তাদের খেলার ধরন নিয়ে, হারের ধরন নিয়ে। যা ফোঁড়ার উপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে হারের পর।

আজকের (মঙ্গলবার) ম্যাচ তাই সাকিব বাহিনীর নিজেদেরকে ফিরে পাবার ম্যাচ। অনেক সমীকরণ মেলানোর ম্যাচ।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব জানান, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাইপর্বের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই লক্ষ্যমাত্রাই সামনে দাঁড় করিয়েছি আমরা। পাশাপাশি আরেকটি লক্ষ্য হচ্ছে বিশ্বকাপ টেবিলের যতটা উপরের দিকে থেকে বিশ্বকাপটা শেষ করতে পারি। এ ব্যাপারে আমরা ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলেছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা তাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

আজ সাকিব-মুশফিকদের প্রতিপক্ষ পাকিস্তানও খুব একটা ভালো অবস্থায় নেই। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করা বাবর আজমের দল শেষ ৪ ম্যাচ হেরে বিপর্যস্ত। অবশ্য ইনফর্ম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য হারলেও ফিরে আসার ইঙ্গিত দিয়ে রেখেছে বাবর আজমরা।

এ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে মোট ৩৮টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ৩৩টিতে এবং লাল সবুজদের জয় ৫টিতে। সব মিলিয়ে পাকিস্তান যোজন যোজন এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে ভালো টক্কর দিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে ২ বারের দেখায় উভয় দলেরই সমান ১টি করে জয়। আর সর্বশেষ ৫ দেখায় বাংলাদেশের জয় ৩টিতে। তাই খেই হারানো বাবরদের আবারও হারানোর সুযোগটা সুদে-আসলে লুফে নেয়ার চেষ্টায় আছে সাকিব আল হাসানের দল।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে উড়ছে আফগানিস্তান

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট