Connect with us
ক্রিকেট

এশিয়ার টেস্ট ইতিহাসে যে ঘটনা আগে কখনো ঘটেনি

Afghanistan vs New Zealand Test
আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের চতুর্থ দিনও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক নতুন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে এশিয়া মহাদেশ। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় এই মহাদেশে টেস্ট ক্রিকেট শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচে বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়ে সবগুলো দিন পরিত্যক্ত হওয়ার ঘটনা কখনো ঘটেনি। তবে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটতে যাচ্ছে।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) মাঠে গড়ানোর কথা ছিল আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করা আফগানরা প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিল। নিরপেক্ষ ভেন্যু ভারতের গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ঐতিহাসিক টেস্ট ম্যাচটি। তবে বৃষ্টির কারণে এখনো মাঠে গড়ায়নি কোনো বল।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়ডায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে আজকের দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে গতরাত থেকে টানা বৃষ্টি হওয়ায় মাঠে ভেজা ছিল। ফলে আজকের দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আরও পড়ুন:

» শহীদ সেই রিকশাওয়ালার পরিবারকে টাকা তুলে দিলেন মিরাজ

» ভারত সফরের টেস্ট দল ঘোষণা, একজনকে বাদ দিলো বিসিবি

এর আগে প্রথম তিনটি দিনও পরিত্যক্ত হয়েছে। এমনকি আগামীকাল পঞ্চম ও শেষ দিনের খেলাও বৃষ্টি ভেস্তে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক পরিষেবা অ্যাকুওয়েদার বলছে, আগামীকাল শুক্রবার ভারতের গ্রেটার বজ্রসহ বৃষ্টি হওয়ায় সম্ভাবনা আছে। এতে পঞ্চম ও শেষ দিনের খেলাও মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি। এমনটা ঘটলে টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের সাক্ষী হবে এশিয়া মহাদেশ।

এশিয়ায় ১৯৩৩ সালে মুম্বাইয়ে ভারত-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে সর্বপ্রথম আন্তর্জাতিক টেস্ট মাঠে গড়ায়। আর সর্বশেষ আন্তর্জাতিক টেস্ট অনুষ্ঠিত হয়েছে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার, যা চলতি চলতি সেপ্টেম্বরেই শেষ হয়েছে। টেস্ট ক্রিকেটের এই ৯১ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মোট ৭৩০টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়ে সবগুলো দিন পরিত্যক্ত হওয়ার ঘটনা এর আগে ঘটেনি।

আগামীকাল নয়ডায় বৃষ্টি থাকলে পরিত্যক্ত হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট। ফলে এশিয়া মহাদেশে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ৯১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটবে এমন ঘটনা। অবশ্য এর আগে ১৯৯৮ সালে পাকিস্তান–জিম্বাবুয়ের মধ্যকার একটি টেস্ট ঘন কুয়াশার কারণে পরিত্যক্ত হয়েছিল।

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট