Connect with us
ক্রিকেট

বোলারদের পাশাপাশি সিলেটের সৌন্দর্যেরও প্রশংসা করলেন সাউদি

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টিম সাউদি। ছবি- সংগৃহীত

চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই বড় রানের জয়ে ভূমিকা রেখেছে টাইগারদের বোলিং-ব্যাটিং-ফিল্ডিং সকল ইউনিটই। ম্যাচ শেষে হারের আক্ষেপ থাকলেও টাইগারদের প্রশংসা করতে ভুলেননি কিউই অধিনায়ক টিম সাউদি। পাশাপাশি সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসিয়েছেন এই কিউই পেসার।

সিলেটে টেস্টে জয়ের মঞ্চ ম্যাচের চতুর্থ দিনেই তৈরী করে রেখেছিল বাংলাদেশ। চতুর্থ দিনেই টাইগারদের স্পিন ভেলকিতে ১১৩ রান তুলতেই ৭ উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড। পঞ্চম দিনে কিউইদের আটকে দেয় ১৮১ রানে। ফলে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় পায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই দলটি।

ম্যাচ হারলেও সিলেটের সৌন্দর্য মুন্ধ করেছে কিউই অধিনায়ক সাউদিকে। ম্যাচ শেষে সিলেটের প্রশংসা করে তিনি বলেন, ‘সিলেট খুবই দারুণ। এর মাঠের পাশাপাশি হোটেলটিও ছিল চমৎকার। ম্যাচ হারের চিন্তা বাদ দিলে, এই সফরটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

টাইগারদের এই বড় রানের জয়ে যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিশেষ করে বোলাররা- তাদের প্রশংসায় ভাসাতে ভুল করেননি সাউদি। তিনি বলেন, ‘বাংলাদেশের বোলাররা খুবই ভালো বোলিং করেছে। এখানে সময় যত গড়ায় ব্যাটিং করা ততই কঠিন হয়ে পড়ে। ধীরে ধীরে উইকেটে টার্নিং বাড়লে স্পিনাররা সুবিধাও পান বেশি। তাই আউট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তবে আউট হওয়ার পর মনে হবে, ছোট ছোট জুটি গড়ে সহজে ম্যাচটি জেতা যেত। ’

প্রথম টেস্ট হারলেও নিউজিল্যান্ডের নজর এখন দ্বিতীয় টেস্টে। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় কিউইরা। সাউদি বলেন, ‘আমাদের নজর এখন ঢাকা টেস্টে। পেছনের দিকে তাকানোর সুযোগ নেই। পরবর্তী ম্যাচটিতে কিভাবে ভালো করা যায় আমরা সে চেষ্টাই করবো।’

 

আরও পড়ুন: ঘরের মাঠে বড় সাফল্য, ম্যাচসেরা হয়ে যা বললেন তাইজুল

ক্রিফোস্পোর্টস/০২ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট