Connect with us
ক্রিকেট

এবার আল জাজিরার প্রতিবেদনে তামিম ইকবাল

Al jazeera Tamim Iqbal
আল জাজিরার পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন তামিম ইকবাল।

তামিম ইকবাল নেই বাংলাদেশের বিশ্বকাপ দলে তা মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা। এ ইস্যু নিয়ে এখনও জল ঘোলা হচ্ছেই। জাতীয় থেকে আন্তর্জাতিক সকল মিডিয়াতেই ফলাও করে প্রকাশিত হচ্ছে নিউজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলছেন না সম্প্রতি এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে আল জাজিরা। এই পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন তামিম ইকবাল।

বিশ্বকাপকে সামনে রেখে সকল দলই প্রস্তুত হচ্ছিল তাদের সেরা একাদশ তৈরি করতে। এর মাঝেই ইনজুরি এবং আরও নানা ইস্যুতে কিছু তারকা ক্রিকেটার বাদ পরে বিশ্বকাপ স্কোয়াড থেকে।

গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। কিন্তু সেখানে জায়গা হয়নি তামিমের। এর জন্য ভক্তরা নানাজনকে দায়ি করলেও তামিম কারো নাম বলেন নি। তবে বাংলাদেশ দল দেশ ছাড়ার দিন তামিম এক ভিডিও বার্তায় তার নিচে খেলা প্রসঙ্গে কথা বললে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ ক্রিকেট।

আল জাজিরার এই তারিকায় আরও আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, নাসিম শাহ, জেসন রয় ও মাইকেল ব্রেসওয়েল। বাংলাদেশের তামিম ইকবাল এবং ইংল্যান্ডের জেসন রয় বাদে বাকি তিনজন ক্রিকেটার ইনজুরির কারনে দলের সাথে যুক্ত হতে পারেননি।

হাসারাঙ্গা আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় গ্রেড-৩ এর হ্যামস্ট্রিং চোটে পড়েন। এশিয়া কাপেও খেলতে পারেননি লঙ্কান এই লেগস্পিনিং অলরাউন্ডার। চোটে পড়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না পাকিস্তানের নাসিম শাহরও।

চোটে পড়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না মাইকেল ব্রেসওয়েলেরও। জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন ব্রেসওয়েল। আর রয় ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। রয়ের পরিবর্তে দরে ঢুকেছেন হ্যারি ব্রুক।

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই দুশ্চিন্তায় শ্রীলঙ্কা ও পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট