Connect with us
ফুটবল

মেসি-সুয়ারেজের মায়ামির জালে চার গোল দিল আল হিলাল

Inter miami vs al hilal
আল হিলাল বনাম ইন্টার মায়ামি। ছবি- সংগৃহীত

সৌদির কিংডম অ্যারেনায় নতুন ইতিহাস রচনা করেছে দেশটির ফুটবল ক্লাব আল হিলাল। আন্তর্জাতিক প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে নেইমারের আল হিলাল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১২টায় কিংডম অ্যারেনার মাঠে গড়ায় ম্যাচটি। তবে ইনজুরির কারণে এই ম্যাচে খেলেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

Inter miami vs al hilal

নেইমারদের দূর্গে হারল মেসিরা। ছবি- সংগৃহীত

এদিন প্রীতি ম্যাচেই মাঠে ছড়িয়েছে উত্তাপ। মোট ৭ গোলের ম্যাচে ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। মেসি-সুয়ারেজ দুজনেই গোল করেছেন, তবুও দলকে জেতাতে পারেননি।

ম্যাচে ১০ মিনিটে জোরালো শটে গোল করেন আলেক্সান্দার মিত্রোভিচ। এর ৩ মিনিট পরই মায়ামির রক্ষণ প্রধান অ্যালেনের ভুলে আরেকটি গোল খেয়ে বসে মেসিরা। গোল করেন আল হামদান। ম্যাচে ১৩ মিনিটেই ২ গোলে এগিয়ে যায় হিলাল।

তবে অপেক্ষার পাল্লা ভারী হয়নি, ৩৪ মিনিটে মায়ামি নিজেদের প্রথম গোল পায়। হিলালের জালে বল পাঠান লুইস সুয়ারেজ। যদিও ভিএআর দেখে গোলের রায় দেন রেফারি।

messi miami

মেসি গোল পেলেও দলের হার ঠেকাতে পারেননি। ছবি- সংগৃহীত

উত্তেজনা আরও বাড়িয়ে ৩-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে সৌদি প্রো লিগের ক্লাবটি। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে দলের ব্যবধান কমান মেসি। পরে অবশ্য সমতায় ফেরে মায়ামি কিন্তু ৮৮ মিনিটে ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে আল-হিলাল এগিয়ে যায়। যা আর শোধ করতে পারেনি মেসিরা।

এদিকে রিয়াদ সিজন কাপের অংশ হিসেবে আল হিলালের পাশাপাশি মেসি- রোনালদো দ্বৈরথও দেখবে ফুটবল বিশ্ব। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের সঙ্গেও খেলবে মেসির ইন্টার মায়ামি। আগামী ২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি।

আরও পড়ুন: জাভি হার্নান্দেজ: দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল