Connect with us
ক্রিকেট

পাকিস্তানের বোলিং বিভাগের দায়িত্ব পেলেন আজমল ও গুল

Saeed Ajmal-Umar Gul
সাঈদ আজমল ও উমর গুল। ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপে ভরাডুবির পর ব্যাপক সমালোচনা হয়েছে পাকিস্তান দল নিয়ে। সমালোচনার মুখে দলের বোর্ড মেম্বারসহ কোচিং স্টাফেও অনেক পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিবর্তনের ধারাবাহিকতায় এবার নতুন করে বোলিং কোচ নিয়োগ দিয়েছে পিসিবি।

পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী তারকা উমর গুল ও সাঈদ আজমলকে বোলিং বিভাগের দায়িত্ব দিয়েছে পিসিবি। পাকিস্তানের স্পিন বিভাগের কোচিং করাবেন সাঈদ আজমল আর পেস বিভাগ উমর গুল। মঙ্গলবার (২১ নভেম্বর) তাদেরকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

আগামী মাসেই ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান দল। আর এই সিরিজ থেকেই পাকিস্তানের বোলিং বিভাগের দায়িত্ব নেবেন এই দুই তারকা। উমর গুল এর আগেও পাকিস্তান জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পেয়েছিলেন। তবে সাঈদ আজমলের জন্য এটাই প্রথম।

পুনরায় জাতীয় দলের বোলিং বিভাগের দায়িত্ব পাওয়ার পর গুল বলেন, পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেয়ে আমি অনেক খুশি এবং সন্মানিত। দেশের ক্রিকেটে অবদান রাখতে আমাকে সুযোগ করে দেওয়ায় পিসিবির চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। ছেলেদের দায়িত্ব নিয়ে পাকিস্তানের পেস বোলিংকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই।

আর স্পিন বিভাগের দায়িত্ব পাওয়ার পর সাঈদ আজমলও পিসিবির চেয়ারম্যানকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন। পাকিস্তানের স্পিন বিভাগকে আরও সমৃদ্ধ করে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন সাবেক এই তারকা স্পিনার।

উমর গুল ক্রিকেট থেকে অবসর নেন ২০১৬ সালে। তার আগে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে ২৩৭ ম্যাচ খেলে ৪২৭ টি উইকেট নিয়েছেন। আর ২০১৭ সালে বিদায় জানানো সাঈদ আজমল পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে ২১২ ম্যাচ খেলে ৪৪৭ উইকেট শিকার করেছেন।

 

আরও পড়ুন: মোরসালিনের দুর্দান্ত গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট