Connect with us
ক্রিকেট

এক যুগ পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা হারালেন সাকিব

After an era, Shakib lost his place in the top five rankings
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। গেল কয়েকদিন ধরেই ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে পারছেন না সাবেক টাইগার কাপ্তান। এর ফলে বিশ্বকাপেও ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই হতাশ করেছেন তিনি। যার প্রভাব পড়েছে আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও। প্রায় এক যুগ পর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচের বাইরে চলে গেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

বুধবার (২৬ জুন) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যার টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন সাকিব। ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর এবারই প্রথম র‍্যাঙ্কিংয়ে পাঁচের বাইরে নেমে গেছেন এই অলরাউন্ডার।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন লঙ্কান কাপ্তান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার রেটিং পয়েন্ট ২২২। ২ ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি, যার রেটিং পয়েন্ট ২১৪।

আরও পড়ুন:

» দলবেঁধে বাংলাদেশের খেলা দেখা নিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

» টি-টোয়েন্টিতে কোন বিশ্বকাপে কেমন খেলেছে বাংলাদেশ? 

র‍্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। ৪ ধাপ এগিয়ে ২১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন তিনি। তবে বিশ্বকাপ চলাকালে শীর্ষস্থানে উঠে আসা অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের অবনতি হয়েছে। ৩ ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন এই তারকা।

২১০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছেন সিকান্দার রাজা। তার র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। আর ছয়ে নেমে যাওয়া সাকিবের রেটিং পয়েন্ট ২০৬।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শীর্ষস্থানেই ছিলেন সাকিব। তবে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে শীর্ষস্থান হারান তিনি। নেমে যান পাঁচে। গ্রুপ পর্বের বাকী দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করে পাঁচ থেকে তিনে উঠে আসেন সাকিব। তবে সুপার এইটের ম্যাচগুলোতে বাজে পারফরম্যান্সের কারণে প্রায় এক যুগ পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে পাঁচের বাইরে চলে গেছেন সাবেক টাইগার কাপ্তান।

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট