Connect with us
ক্রিকেট

দীর্ঘ ১৯৯ ইনিংস পর সাকিবের ব্যাট থেকে এলো সেঞ্চুরি

crifo shakib
সাকিবের ব্যাটে ঝড়ো ইনিংস, ৫৮ মাস পর সেঞ্চুরি

ব্যাটে-বলে দীর্ঘদিন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান রাজত্ব করছেন সাকিব আল হাসান। কিন্তু সব ঠিকঠাক চললেও ব্যাটে ছিল না সেঞ্চুরি। তবে দীর্ঘ ৫৮ মাস ও ১৯৯ ইনিংস পর স্বীকৃত ক্রিকেটে সাকিবের ব্যাট থেকে এলো ১০০ রানের ইনিংস। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) ৭৩ বলে ঝড়ো শতক পেয়েছেন সাকিব।

এবারের ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের শেষ দিকে দলটির হয়ে নিয়মিত মাঠে নামছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। গত ম্যাচে ৪৯ রানে আউট হলেও আজ আর ভুল করেননি। ঝড়ো গতিতে খেলেছেন। সাভারের বিকেএসপির মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমে ৭৩ বলে সেঞ্চুরি করেছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সাকিবের দশম শতক। আর স্বীকৃত ক্রিকেটের ১৮ নাম্বার সেঞ্চুরি। এদিন ৪৩ বলে ফিফটি স্পর্শ করেন সাকিব। পরের ৩০ বলে বাকি অর্ধেক।

সেঞ্চুরির ইনিংসকে বেশি দূরে এগিয়ে নিতে পারেননি। গাজী গ্রুপের বোলার আব্দুল গাফফার সাকলাইনের বলে তুলে দেন ক্যাচ। সহজ ক্যাচ তালুবন্দী করতে ভোলেননি শেখ পারভেজ জীবন। ৭৯ বলের ইনিংসে ১০৭ রানে থামেন সাকিব।

আরও পড়ুন: মুস্তাফিজের বিদায়ের দিনে মুগ্ধতার স্ট্যাটাস চেন্নাইয়ের

ক্রিফোস্পোর্টস/০৩মে২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট