Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে ৪০০ রান করার পরামর্শ রমিজ রাজার!  

ramij-raja-pakistan
রমিজ রাজা। ছবি- গুগল

বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের সময়টা যে খুব একটা ভালো যাচ্ছে না তা বলাই যায়। হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না বাবর আজমরা।

কিছুদিন আগে এশিয়া কাপ থেকে হেরে আসার পর এবার বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও লজ্জার হার পেল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪৬ রানের বড় টার্গেট দিয়েও ৩৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে হেরেছে তারা।

এ নিয়েই পাকিস্তানি বোলারদের উপর ভীষণ চটেছেন বোর্ড সভাপতি রমিজ রাজা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে তিনি বলেন,” পাকিস্তান প্রস্তুতি ম্যাচে হারলেও জয় কিন্তু সব সময় জয়ই, এটি একটি অভ্যাসের ব্যাপার। কিন্তু পাকিস্তানকে দেখে মনে হচ্ছে তারা হারার অভ্যাস করে ফেলেছে। তবে নিউজিল্যান্ডের জয়টা দারুণ ছিল।”



তিনি আরও বলেন, “বোলাররা যদি তাদের এই ব্যর্থতা থেকে বের না হয়ে আসে, তাহলে ব্যাটারদের এরপর থেকে ৪০০ রান করতে হবে।”

এছাড়াও তিনি পাকিস্তানকে কৌশলে আরও পরিবর্তন এনে খেলতে পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৫ রানের বড় সংগ্রহ পায় তারা।

জবাবে ৩৮ বল বাকি থাকতেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপসরা। এদিন পাকিস্তান ক্যাপ্টেন ৬ জন বোলারকে ব্যবহার করলেও তা কোনো ভাবেই ম্যাচে প্রভাব রাখতে পারেনি।

পাকিস্তান নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী ৩ অক্টোবর হায়দ্রাবাদেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না লিটন-তামিম! 

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৩/এমএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট