Connect with us
ফুটবল

চেলসিকে হারিয়ে তাক লাগিয়ে দিলো পুঁচকে দল মিডলসব্রাগ

CRIFO Chlesea
চেলসিকে হারিয়ে তাক লাগিয়ে দিলো মিডলসব্রাগ

পুঁচকে দল মিডলসব্রাগের কাছে হেরে ইংলিশ লিগ কাপে ফাইনাল খেলার পথ কঠিন করে তুলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেলসি। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়ে দেয় দ্বিতীয় সারির দলটি।

প্রিমিয়ার লিগে সময়টা বাজে যাচ্ছে চেলসির। ফর্ম হারিয়ে পয়েন্ট টেবিলের দশে নেমেছে মাউরিসিও পচেত্তিনোর দল। তবে লিগ কাপে সেমিফাইনালে উঠেছে পাঁচবারের শিরোপাজয়ীরা। সেখানে মঙ্গলবার চ্যালেঞ্জ ছিলো মিডলসব্রকে হারিয়ে ফাইনালের পথ সুগম করার।

দ্বিতীয় সারির লিগ ‘চ্যাম্পিয়নশিপ’-এ খেলা দলটির মাঠেও বল দখল ও আক্রমণে আধিপত্য নিয়ে ম্যাচ শুরু করে চেলসি। কিন্তু ৩৭ মিনিটে গোল হজম করে খেই হারায় জায়ান্ট ক্লাবটি। বাকি সময়ে আপ্রাণ চেস্টা চালিয়েও গোল শোধ দিতে পারেনি।



এই হারে চেলসির ফাইনালের স্বপ্ন অবশ্য শেষ হয়ে যায়নি। আগামী ২৩ জানুয়ারি ঘরের মাঠে ফিরতি লেগে সুযোগ রয়েছে ষষ্ঠ শিরোপার পথে এগিয়ে যাওয়ার।

অন্য সেমিফাইনালের প্রথম লেগে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল আজ প্রিমিয়ার লিগের দল ফুলহামের বিপক্ষে লড়বে। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

আরও পড়ুন: স্পেনে নয়, আজ স্প্যানিশ সুপার কাপ শুরু হচ্ছে সৌদিতে

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৪/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল