Connect with us
ক্রিকেট

৮৬ ওয়াইডসহ এক্সট্রা ১০১ রান, ভারতে তোলপাড়

Crifo Wide
৮৬ ওয়াইড আর এক্সট্রা ১০১ রান, ভারতে তোলপাড়

এক ম্যাচে অতিরিক্ত খাত থেকে সর্বোচ্চ কত রান আসে? ২০, ৩০, ৪০ বা ৫০! কিন্তু না এসব সংখ্যা পেরিয়ে সেঞ্চুরি করেছে অতিরিক্ত রান! ৮৬টি ওয়াইড, ১১টা নো ও ৪ রান বাই নিয়ে মোট ১০১ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। এই নিয়ে চলছে তুমুল বিতর্ক।

ব্যাটার নয়, অতিরিক্ত খাতে সেঞ্চুরির এমন ঘটনা ঘটেছে ভারতের আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়ানডে প্রতিযোগিতায়। ওই ম্যাচে খেলছিল কল্যাণী ও বর্ধমান বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোলাররা অতিরিক্ত খাতে শত রান দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

ওই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩৯ রান করে বর্ধমান। জয়ের লক্ষ্যে খেলতে নামে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ব্যাটাররা। তাদের ইনিংসে ৮৬ রান আসে ওয়াইড থেকে। নো-বল ১১টি। চার রান বাই। সবমিলে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিযোগিতায় এক্সট্রা ১০১ রান ঘিরে অনেকেই সন্দেহ করছেন।

এখানেই শেষ হতে পারতো ঘটনা। কিন্তু না, সন্দেহকে আরও ঘনীভূত করে দিয়েছে ম্যাচ শেষ হওয়ার সময়। অতিরিক্ত সময় দেরি করে ফেলায় ২৭ রান পেনাল্টি হয় বর্ধমানের। ফলে ২৪৪ রান করে পাঁচ উইকেটের জয় পায় কল্যাণী বিশ্ববিদ্যালয়।

এ নিয়ে উঠেছে প্রশ্ন, শুরু হয়েছে বিতর্কের? ক্রিকেট অব বেঙ্গলের (সিএবি) অনেকেই মনে করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে না চাওয়ার জন্যই এই কাজ করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

এদিকে আরও অভিযোগ রয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটাররা নাকি ম্যাচ ছেড়ে দিয়েছিলেন। যে কারণেই সময় বেশি লাগিয়েছে আর শত রানের ওপরে অতিরিক্ত রান দিয়েছে। নাহলে এক ম্যাচে ৮৬টি ওয়াইডের ঘটনা কোনো স্বাভাবিক ব্যাপার নয়।

আরও পড়ুন: বাংলাদেশের ৩য় টি-টোয়েন্টিসহ আজকের খেলা (৭ মে ২৪)

ক্রিফোস্পোর্টস/৭মে২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট