Connect with us
ফুটবল

কাতার বিশ্বকাপে গোল্ডেন বলের লড়াইয়ে ৫ তারকা

গোল্ডেন বল। ছবি- গুগল

বিশ্বকাপ আসরে সেরা খেলোয়াড় হওয়া অনেক গৌরবের। লিওনেল মেসি ও লুকা মডরিচ শেষ দুই বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। রাশিয়া বিশ্বকাপে ফরাসি তারকা এমবাপ্পের হাতে উঠেছিল উদীয়মান ফুটবলারের পুরস্কার। এবার কাতার বিশ্বকাপের সেরা হওয়ার দৌড়ে মেসি, মডরিচের সঙ্গে রয়েছে এমবাপ্পে, গ্রিজম্যান ও আশরাফ হাকিমি। তবে সেরার দৌড়ে মেসির পক্ষেই ভোট বেশি।

এদিকে বিশ্বকাপের ইতিহাসে আগে কখনো কোনো খেলোয়াড় দুবার গোল্ডেন বল পাননি। এবার মেসি ও মডরিচ সেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। মেসি বিশ্বকাপের সেরা হন ২০১৪ এর আসরে। ২০১৮ বিশ্বকাপে সেরা হন মডরিচ। তখন সেমিফাইনালে ক্রোয়েশিয়া হেরে যাওয়ায় টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে একটু হলেও পিছিয়ে পড়েন মডরিচ।

এবার পাঁচটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট ও চারটি ম্যাচসেরার পুরস্কার পাওয়া মেসির হাতেই উঠতে পারে এবারের গোল্ডেন বল। বলা হচ্ছে, কাতারে ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ খেলছেন তিনি। গোল্ডেন বল জয়ের লড়াইয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন ফরাসি মিডফিল্ডার আন্তনিও গ্রিজম্যান। আক্রমণ থেকে মাঝমাঠ, এমনকি রক্ষণে নেমেও দলকে সাহায্য করেন এই প্লে -মেকার।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা

এ টুর্নামেন্টের সর্বোচ্চ ৩টি অ্যাসিস্টের পাশাপাশি ১৪টি সুযোগ তৈরি করেন তিনি। পগবা, কন্তেদের অনুপস্থিতিতে ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবল খেলার অন্যতম কারিগর এই গ্রিজম্যান। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে ভালোভাবেই আছেন ফরাসি এই প্লে-মেকারকে। এছাড়া এমবাপ্পে মেসির সমান পাঁচটি গোল ও ৮টি সুযোগ তৈরি করেছেন। মরক্কান তারকা আশরাফ হাকিমিও ছিলেন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ভূমিকায়। সেই জায়গা থেকে তিনিও গোল্ডেন বলের দাবিদার।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল