 
																												
														
														
													শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপে প্রথমবারের মতো তিন ম্যাচ জয়ের কীর্তি গড়লো তারা।
এবারের বিশ্বকাপে খুব ভালো সময় পার করছে আফগানিস্তান। ছয় ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে তারা। একের পর এক বড় দলকে হারিয়ে অবাক করে দিয়েছে বিশ্বকে। ইংল্যান্ড, পাকিস্তানকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও হারিয়েছে তারা।
সোমবার (৩০ অক্টোবর) নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয় আফগানিস্তান। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।
শ্রীলংকা ব্যাটিংয়ে নেমে ২২ রানের মাথায় প্রথমে উইকেট হারালেও সেখান থেকে দারুনভাবে ঘুরে দাঁড়ায়। এরপর পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমার ব্যাটে বড় লক্ষ্যের পথে এগোতে থাকে লঙ্কানরা। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় আফগান বোলাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেয় লঙ্কান ব্যাটারদের। শেষ পর্যন্ত ২৪১ রানেই গুটিয়ে যায় কুশাল মেন্ডিসের দল। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন ফজলল হক ফারুকী।
২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় শূন্য রানেই রহমানুল্লাহ গুরবাজকে হারিয়ে বিপদে পড়ে যায় আফগানিস্তান। কিন্তু এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ১৩১ রানের মধ্যে তিন উইকেট হারালেও তা কোন প্রভাব ফেলতে পারেনি ব্যাটিংয়ে। ২৮ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের তীরে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানদের হয়ে তিনটি অর্থশতক করেন রহমত শাহ, হাসমতুল্লাহ সাহিদী ও আজমতুল্লাহ ওমরজাই। এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা: ২৪১/১০ (৪৯.৩)
আফগানিস্তান: ২৪২/৩ (৪৫.২)
ফলাফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফজলল হক ফারুকি
আরও পড়ুন: ডাচদের কাছে হারের রাতে শাহরিয়ার নাফিসের ‘রহস্যজনক’ স্ট্যাটাস
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	