Connect with us
ক্রিকেট

নতুন করে দুঃসংবাদের শঙ্কায় বাংলাদেশ

Team bangladesh
টিম বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপে সাকিব বাহিনীর ভরা ডুবির পর এবার নতুন করে দুঃসংবাদের শঙ্কায় বাংলাদেশ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার সম্ভাবনার সামনে এখন বাংলাদেশ শিবির।

পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে তা আগেই জানিয়েছিল আইসিসি। তবে ৮ দল কিসের ভিত্তিতে নির্বাচিত হবে তা নিয়ে এতোদিন ছিল ধোঁয়াশা। আইসিসির এক সূত্রের বরাতে ইএসপিএন ক্রিকইনফো এই ধোঁয়াশা দূর করেছে।

ক্রিকইনফো জানিয়েছে- ২০২৩ বিশ্বকাপের গ্রুপ স্টেজের খেলা শেষে পয়েন্টে টেবিলের সেরা ৭ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। আয়োজক হিসেবে পাকিস্তান সরাসরি টুর্নামেন্টটিতে খেলবে। আর পাকিস্তান যদি বিশ্বকাপে সেরা সাত দলের মধ্যে এমনিতেই থাকে তাহলে সেরা ৮ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে।

এমনটা যদি সত্যিই হয় তবে হয়তো কপাল পুড়তে যাচ্ছে বাংলাদেশের জন্য। বিশ্বকাপ শুরুর আগে অনেক আশার বাণী শুনিয়ে ভারতে আসা সাকিব বাহিনীর যে ধ্বজভঙ্গ অবস্থা, তা তো এখন সবারই জানা। চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে শেষ ৫ টিতেই টানা হেরে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে টিম বাংলাদেশ।

একমাত্র জয়টি এসেছে খুবই অনুমিত অফগানিস্তানের বিপক্ষে। এমনকি শেষ ম্যাচে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষেও গো হারা হেরেছে সাকিব আল হাসানের দল।

সেরা আট এ থেকে বিশ্বকাপ শেষ করতে বাংলাদেশকে বাকি তিন ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ জিততেই হবে। বিশ্বকাপে আগামী তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া।

এই তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের পক্ষে এখন টাইগারদের কট্টর ক্রিকেট ভক্তও বাজি ধরবে কি না সন্দেহ। তাই এই অবস্থায় টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন যে এখন এক প্রকার সুতোর উপর ঝুলছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: ‘ভুল’ থেকে ভরাডুবি, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট