Connect with us

ফুটবল

সৌদি প্রো লিগে অভিষেক রোনালদোর, ম্যাচ শেষে যা বললেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- গুগল

সৌদি আরবের ক্লাস আল নাসরে বছরের শুরুতেই যুক্ত হলেও এতদিন লিগে অভিষেক হয়নি তার। অবশেষে সৌদি প্রো লিগে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এদিন গোল করতে না পারলেও জিতেছে তার দল। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে আল নাসর।

রবিবার কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ইত্তিফাকের মুখোমুখি হয় আল নাসর। এ ম্যাচে ১-০ গোলে জয় পায় তার দল।

এদিকে পায়ের ছন্দ কিছুটা দেখালেও অভিষেক ম্যাচ বেশি মাতাতে পারেননি পর্তুগিজ এ তারকা। আল নাস্‌রের জার্সিতে এই মহাতারকার অভিষেকটা হয়েছে তাই সাদামাটা।

অবশ্য গত সপ্তাহে সৌদি আরবের সেরা দুই ক্লাব আল নাস্‌র ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার্স একাদশের অধিনায়ক হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছেন রোনালদো। সেই ম্যাচে সৌদির দলটি ৫-৪ ব্যবধানে হারলেও নিজে জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড়ের নির্বাচিত হন ৩৭ বছর বয়সী এই তারকা।

অপরদিকে ম্যাচের পারফরম্যান্স আল নাস্‌রের জার্সিতে অভিষেকে টেনে আনতে পারলেন না সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন আন্দেরসন তালিসকা। সতীর্থের ক্রসে বক্সে রোনালদো হেডের চেষ্টায় লাফিয়ে বলের নাগাল পাননি। তার পেছনেই দাঁড়ানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার হেডেই বলটি জালে পাঠান।

রোনালদো ধন্যবাদ:

ম্যাচ শেষে রোনালদো নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, প্রথম খেলা, প্রথম জয় – শুভকামনা বন্ধুরা। অবিশ্বাস্য সমর্থনের জন্য সকল সমর্থকদের ধন্যবাদ।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল