Connect with us
ক্রিকেট

জাতীয় দলে এসেই দুর্দান্ত জাকের আলী

jaker ali
জাকের আলী। ছবি- সংগৃহীত

রুদ্ধশ্বাস এক লড়াই দেখেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ২০৭ রান তাড়া করে প্রায় জিতেই যাচ্ছিল বাংলাদেশ  দল। অল্পের জন্য জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। তিন ম্যাচ টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন রানে হার দিয়ে সিরিজ শুরু করে  বাংলাদেশ। তবে, দল হারলেও প্রাণপণ চেষ্টা করেছেন জাকের আলী অনিক। ঝড়ো ব্যাটিংয়ে নাড়িয়ে দিয়েছিলেন লঙ্কানদের ভিত।

২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ ব্যাটিং লাইন। ৩০ রানে তিন উইকেট হারানোর পর জয়ের ভাবনা দূরে থাক, লজ্জাজনক হারও এড়ানোই তখন ভীষণ কঠিন। সেই অবস্থা থেকে মাহমুদউল্লাহর সঙ্গে মিলে বাংলাদেশকে টেনে নেন জাকের। শেষ বল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন দলের জয়ের আশা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সোমবার (৪ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পান জাকের। বিপিএলে দারুণ খেলার সুবাদে ডাক পেয়েছিলেন জাতীয় দলে। এটা অবশ্য তার অভিষেক ম্যাচ বলা চলে না। গত বছর বাংলাদেশের হয়ে পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসানদের সঙ্গে খেলেছিলেন এশিয়ান গেমসের তিন আন্তর্জাতিক ম্যাচ।

এবার দ্বিপাক্ষিক সিরিজে সুযোগ পেয়েই তুলে নিলেন প্রথম অর্ধশতক। মাথিশা পাথিরানাকে চার মেরে মাত্র ২৫ বলে ফিফটিতে পৌঁছান জাকের। জাকের যতক্ষণ ক্রিজে ছিলেন, বাংলাদেশের আশার বাতিঘর হয়ে ছিলেন। কিন্তু, তাকে থামিয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় লঙ্কানরা। শেষ ওভারে দাসুন শানাকার বলে লং অফে চারিথ আসালাঙ্কার ক্যাচে পরিণত হন জাকের। ফেরার আগে ৩৪ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৬৮ রান করেন এই ব্যাটার।

এর আগে জাকেরকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ব্যাটার ২৭ বলে পূর্ণ করেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৩১ বলে দুই চার ও চারটি ছক্কায় ৫৪ রান করেন তিনি। থিকসানার বলে লং অনে ফার্নান্দোর তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ।

আরও পড়ুন: সানরাইজার্স হায়দরাবাদে নতুন অধিনায়ক

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৪/আরআর/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট