Connect with us
ক্রিকেট

নারী আইপিএল শুরু আজ: কোন দলে কে খেলছেন? 

Women's IPL 2024
নারীদের আইপিএলের সব দলের ক্যাপ্টেন। ছবি - গুগল

ভারতে একদিকে চলছে ইংল্যান্ড-ভারত টেস্ট ক্রিকেটের ধুন্ধুমার লড়াই, অন্যদিকে আজ থেকে শুরু হচ্ছে নারীদের আইপিএলের দ্বিতীয় আসর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ওমেন্স প্রিমিয়ার লীগ। প্রথম ম্যাচে লড়বে গত আসরের চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্সআপ দিল্লী ক্যাপিটালস।

গত আসরের মতো এবারও লড়বে পাঁচ দল৷ এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দল সরাসরি খেলবে ফাইনালে। দ্বিতীয় ও চতুর্থ দল এলিমিনেটর পদ্ধতিতে ফাইনালে জন্য লড়বে।

কোন দলে কে খেলছেন?

মুম্বাই ইন্ডিয়ান্স

অ্যামেলিয়া কার, হারমানপ্রীত কৌর, হ্যালি ম্যাথিউজ, হুমাইরা কাজী,প্রিয়াঙ্কা বালা, শাবনিম ইসমাইল,আমানদ্বীপ কৌর, ফাতিমা জাফর, সাইকা ইশাক, পূজা বস্ত্রকার, ইয়াস্তিকা ভাটিয়া, সাজবিন সাজানা, ন্যাট-শিভার ব্রান্ট, ইশি ওং, জিন্তিমনি কলিতা, আমানজট কৌর, ক্লো ট্রায়ন, কারথানা।

দিল্লী ক্যাপিটালস

অ্যালিস ক্যাপসি, জেমিমাহ রদ্রিগেজ, লুরা হ্যারিস,  জেস জনাসেন, মেগ লেনিং, পুনম যাদব, শেফালী বার্মা, শিখা পান্ডে, তানিয়া ভাটিয়া, অরুন্ধতী রেদ্দি, স্নেহ রানা, মিনু মানি, তিতাস সাধু, মারিজান কাপ, অ্যানাবেল সাদারল্যান্ড, অপর্ণা মন্ডল, আশ্বিনি কুমারি।

গুজরাট জায়ান্টস

বেথ মুনি, অ্যাশলি গার্ডনার, মেঘনা সিং, ক্যাথরিন ব্রাইস, হারলিন দেওল, লরা উইলভার্ট, দয়ালান হেমলতা, শবনম, তৃষা পুজিথা, তানুজা কানওয়ার, ফোয়েবে লিচফিল্ড, সায়লি সাদঘরে, প্রিয়া মিশ্র, মানাত ক্যাশিপ, বেদা কৃষ্ণমূর্তি, তারানুম পাঠান, লিয়া তাহুহু।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

অ্যালিসা পেরি, ইন্দ্রানি রায়,স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ,রেনুকা সিং, সিমরান বাহাদুর, আশা শোবানা, দিশা কাসাত, সোফি ডিভাইন, কেট ক্রস, জর্জিয়া ওরেহাম, শ্রদ্ধা পোখারকার, একতা বিশত, সুবাহ সাতিশ, মেঘানা, সোফি মলানো, নাদিন ডি ক্লার্ক।

ইউপি ওয়ারিয়র্স

অ্যালিশা হ্যালি, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, তাহিলা ম্যাকগ্রা, সাইমা ঠাকুর, চামারি আতাপাত্তু, গৌহর সুলতানা, অঞ্জলি সারভানি, লক্ষ্মী যাদব, রাজশ্রী গাইকুয়াদ, কিরণ নবগির, ইয়াশ্রি, শ্বেতা শেরাওয়াত, সোফি একেলস্টোন, ড্যানি ওয়াট, বৃন্দা দিনেশ, পুনম খেমার।

আরও পড়ুন: সর্বোচ্চ ছক্কার রেকর্ড ম্যাক্সওয়েলের, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এমএ/টিএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট