Connect with us
ক্রিকেট

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না উইলিয়ামসনের!

kane williamson injury
কেন উইলিয়ামসন। ছবি- সংগৃহীত

দীর্ঘ নয় মাস নির্বাসনের পড় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছে না উইলিয়ামসনের! চোট সেরে ফিরে আসার ম্যাচে আবারও চোট নিয়ে মাঠ ছাড়লেন কিউই কাপ্তান।

বিশ্বকাপে বাকি ম্যাচগুলো খেলাই এখন অনিশ্চিত—আর খেললেও শেষের দিকের ম্যাচে খেলতে পারেন।

গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসে তাসকিন আহমেদের বলে রান নেওয়ার চেষ্টা করেন উইলিয়ামসন। তখন রান আউটের সুযোগ তৈরি হওয়ায় নাজমুল হোসেন শান্ত বল থ্রো করলে তা উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে গিয়ে লাগে।

পরে খেলা কিছুটা চালিয়ে গেলেও ঝুঁকি না নিয়ে ৭৮ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে স্ক্যান করলে, তার আঙ্গুলে চিঁড় ধরা পড়ে। ফলে তার বদলে কিউই দলে টম ব্লান্ডেলকে নেওয়া হয়।

এদিকে নিউজিল্যান্ড অধিনায়কের চোট নিয়ে কোচ গ্যারি স্টিড বলেন, কেন দীর্ঘদিন পর চোট থেকে মাঠে ফিরেছিল। সে আজ বেশ ভালো খেলেছে। এতোদিন সে কঠোর পরিশ্রম করেছে। কিন্তু আজকের ঘটনায় আমরা তার জন্য অনেক ব্যথিত।

বিশ্বকাপে আর খেলতে পারবেন কিউই কাপ্তান? এর উত্তরে কোচ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তার বিশ্বকাপে ফেরা সম্পর্কে আমরা অবশ্য বেশ আশাবাদী। টুর্নামেন্টের শেষের দিকে তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য।

আরও পড়ুন: জামাল ভূঁইয়াদের আগেই ঢাকায় এসেছে মালদ্বীপ দল

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট