Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতার পর কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন উইলিয়ামসন

Kane Williamson
কেন উইলিয়ামসন। ছবি- সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০২৪-২৫ মৌসুমে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সঙ্গে তিন ফরম্যাটের চুক্তি থেকেই সরে দাঁড়িয়েছেন এই তারকা ক্রিকেটার। বুধবার (১৯ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এনজেডসি।

সাদা বলের দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের দায়িত্বে ছিলেন উইলিয়ামসন। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ ফলাফল করতে পারেনি তার দল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কিউইরা।

তাছাড়া ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন উইলিয়ামসন। ৩ ইনিংসে ব্যাট করে ১৪ গড় ও ৮৭.৫০ স্ট্রাইক রেটে কেবল ২৮ রান করেছেন তিনি। এমন ব্যর্থতার পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন এই কিউই তারকা। এতে ব্লাকক্যাপসদের নেতৃত্বে আর দেখা যাবে না উইলিয়ামসনকে।

আরও পড়ুন:

» সুপার এইটেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পেলেন সৈকত

» সুপার এইট শুরুর আগে তানজিম সাকিবকে দুঃসংবাদ দিলো আইসিসি 

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহারের পর এই তারকা বলেন, ‘দলকে বিভিন্ন ফরম্যাটে এগিয়ে নিতে সাহায্য করা এমন একটি কাজ যেটায় আমি অনেক আগ্রহী। আমি এক্ষেত্রে অবদান রাখতে চাই। তবে, ক্রিকেটের বাইরেও আমার জীবন রয়েছে। আমার পরিবারকে সময় দেওয়া এবং দেশে বা দেশের বাহিরে অন্যদের সাথে অভিজ্ঞতা উপভোগ করাটাও আমার কাছে গুরুত্বপূর্ণ।’

উইলিয়ামসনের পারিবারিক প্রাধান্যের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এনজেডসি’র নির্বাহী স্কট উইনিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্ল্যাকক্যাপসদের হয়ে আন্তর্জাতিক ম্যাচে উইলিয়ামসনকে বেশি সময়ের জন্য পাওয়ার ভালো সুযোগ এটি। জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে খুব কম আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এবং এই সময়ের বাইরেও তাকে দলে পাওয়া যাবে।’

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট