Connect with us
ক্রিকেট

ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

Kane Williamson
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেন উইলিয়ামসন। ছবি- সংগৃহীত

কেন উইলিয়ামসনকে ক্রিকেটের অভাগা এক নাম বলাই যায়। ইনজুরি যেন পিছুই ছাড়ে না এই কিউই ব্যাটারের। পুরোনো চোটের কারণে গেল বাংলাদেশ সিরিজেও বিশ্রামে ছিলেন তিনি। এবার পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরলেও ফের ইনজুরির থাবায় মাঠ ছাড়তে হলো এই ব্ল্যাকক্যাপস অধিনায়ককে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গতকাল মাঠে নামেন কেন উইলিয়ামসন। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ভালো ইনিংস খেলেছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখে আজও ভালো শুরু করেন উইলিয়ামসন। তিন নম্বরে নেমে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন তিনি।

তবে এর পরেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই কিউই ব্যাটার। দশম ওভারের ড্রিংস বিরতির সময় মাঠ ছেড়ে উঠে যান তিনি। এরপর আর ঝুকি নিয়ে মাঠে নামা হয়নি তার। ম্যাচে বাকি সময় দলকে নেতৃত্ব দেন টিম সাউদী। এরপর জানা যায় পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের খেলতে না পারার বিষয় নিশ্চিত করেন কিউই কোচ গ্যারি স্টিড। তিনি জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশে আর মাঠে নামার সম্ভাবনা নেই এই তারকা ব্যাটারের। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচ হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জানুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

মূলত টেস্ট সিরিজের আগে উইলিয়ামসনকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। আর তাই তাকে বিশ্রামে রাখার চিন্তা নিউজিল্যান্ড কোচের, ‘টেস্ট ম্যাচের আর খুব বেশি দেরি নেই। সেটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে টেস্ট সিরিজে তার পুরোপুরি সার্ভিস পাওয়ার।’

উইলিয়ামসনের বদলি হিসেবে এরই মাঝে দলে এসেছেন উইল ইয়াং। টপ অর্ডার এই ব্যাটারকে কেবল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির জন্য দলে ডাকা হয়েছিল। উইলিয়ামসনকে বিশ্রামে রেখে তাকে খেলানোর কথা ছিল। তবে তিনি ছিটকে যাওয়ায় পরবর্তী দুই ম্যাচেও দেখা যাবে উইল ইয়াংকে।

আরও পড়ুন: রিয়ালের বিপক্ষে হারের কারণ জানিয়ে ক্ষমা চেয়েছেন বার্সেলোনার কোচ

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট