Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে কেন ব্যর্থ ব্যাটাররা? যা বললেন জাকির

Why did the batsmen fail against Sri Lanka? What Zakir said
বাংলাদেশে ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলেছেন জাকির হাসান। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতায় ভুগছে বাংলাদেশের ব্যাটাররা। শেষ পাঁচ টেস্ট ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় দুইশ পেরোতে পারেনি বাংলাদেশ। চলমান শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টের পর এবার দ্বিতীয় টেস্টেও হতাশ করেছে শান্ত-লিটনরা।

চট্রগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৫৩১ রান তুলেছে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে ১৭৮ রানেই থেমে যায় বাংলাদেশের রানের চাকা। ব্যাটিংবান্ধব এই পিচে সফরকারীরা পারলেও কেন পারছে না স্বাগতিকরা!

আজ (সোমবার) চট্টগ্রামে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন জাকির হাসান। বাংলাদেশের ব্যাটারদের এমন ব্যর্থতা নিয়ে এই ওপেনার বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, তা আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার যেরকম খেলার কথা ছিল হয়তো আমরা সেভাবে খেলতে পারিনি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। সাম্প্রতিক সময়ের এ ব্যর্থতা বর্তমান পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে কিনা, ‘না, আসলে ওইটা কাজ করা উচিত না। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও কাজ করলো কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে, ওইগুলা চিন্তা না করে যদি আমরা বর্তমান সময়ে ভালো পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।’

একই উইকেটে ৫৩১ রান তুলেছে শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিনে এসে দুই দলের মোট ১৫ উইকেট পড়েছে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের আউট হওয়ার পেছনে উইকেটকে দায়ী করছেন না জাকির।

তার মতে বাংলাদেশের আরো ভালোভাবে খেলা উচিৎ ছিল, ‘আমাদের ওই নির্দিষ্ট ডেলিভারি তো ফেস করতে হবে। আমার কাছে মনে হয়েছে, আজকে বেশি বাতাস থাকার কারণে অনেক উইকেটে পড়েছে। এছাড়া সবই ঠিক ছিল। উইকেটের দিক থেকে সবই ভালো ছিল। কিন্তু ওই নির্দিষ্ট কিছু বলের জন্য (ভালো বল) এটা কোনো কথা হতে পারে না যে, এটার জন্য আউট হয়ে গেছি। আমাদের আরও ভালো খেলা দরকার ছিল।’

আরও পড়ুন: সাকিবকে নিয়েও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট