Connect with us
ক্রিকেট

আসন্ন আইপিএল উপলক্ষে যাদের কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স

আসন্ন আইপিএলের আগে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে গতকাল (রবিবার) সাকিব আল হাসানসহ টিম সাউদি, লকি ফার্গুসনের মত স্টার প্লেয়ারদের ছেড়ে দিয়েছে শাহরুখের কলকাতা। মোট ১২ জন ক্রিকেটারকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই ১৯ ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে নজর রাখতে পারে কলকাতার দলটি।

আসন্ন নিলামে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভালো পারফর্ম করা কয়েক জন ক্রিকেটারের উপর এবার নজর রাখবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশ্য কলকাতা নাইট রাইডার্সও তার ব্যতিক্রম নয়। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আলাদা নজর কেড়েছেন ভারতীয় বংশদ্ভূত কিউই ক্রিকেটার রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে দারুণ খেলা এই অলরাউন্ডার বল হাতেও বেশ কার্যকরী। জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজের পাশাপাশি তৃতীয় ওপেনার হিসেবে রাচিনকে কিনতে পারে কলকাতা।

বিশ্বকাপে নজর কেড়েছেন আরেক কিউই ব্যাটসম্যান ড্যারিল মিচেল। মিডল অর্ডারে খেলা এই হার্ড হিটার বেশ নির্ভরযোগ্যতা অর্জন করেছেন। কলকাতার মিডল অর্ডারে খেলা রিংকু সিং, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ারদের সাথে ড্যারিল মিচেলকে সংযোজিত করতে পারলে শাহরুখের দলের মিডল অর্ডার যে আরও শক্তিশালী হবে তাতে কোনো সন্দেহ নেই।

লংকান তারকা স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে এবার ছেড়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। কেকেআরে সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী ছাড়া আর কোনো বিশ্বমানের স্পিনার নেই। তাই দূর্দান্ত বোলিংয়ের সাথে ব্যাট চালাতেও পারদর্শী এই লংকানের পেছনেও ছুটতে পারে গৌতম গম্ভীররা।

কলকাতা এবার বেশ কয়েকজন নামি-দামি পেসারকে ছেড়ে দিয়েছে। তাই একজন অভিজ্ঞ ভারতীয় বোলারের সন্ধানে আছে কলকাতা নাইট রাইডার্স। তাদের এই অভাব পূরণ করতে পারে হার্ষাল প্যাটেল। বোলিংয়ের পাশাপাশি ব্যাটও ভালোই চালাতে পারেন হার্ষাল। এছাড়া কেকেআরের পেস ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দিতে একজন অভিজ্ঞ পেসার দরকার তাদের। সে জন্য ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে পছন্দের তালিকায় আছে সদ্য অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো প্যাট কামিন্স। এজন্য কামিন্সের উপরও নজর আছে ক্লাব কর্তৃপক্ষের।

 

আরও পড়ুন: বিসিবি ছাড়ার ইঙ্গিত দিলেন পাপন, আসছে কঠোর সিদ্ধান্ত

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট