Connect with us
ফুটবল

ঢাকায় আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

Ronaldinho
ব্রাজিলের ফুটবল জাদুকর। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ঢাকায় আসতে পারেন তা নিয়ে গুঞ্জন অনেক দিনের। অবশেষে চূড়ান্ত হয়েছে রোনালদিনহোর ঢাকা সফরের তারিখ। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবেন বিশ্বকাপ জয়ী এ তারকা।

ব্যবসায়ী ও ক্রীড়া উদ্যোক্তা কলকাতার শতদ্রু দত্ত বিশ্বের সেরা ফুটবল তারকাদের দেশে আনায় সিদ্ধহস্ত। কিছুদিন আগেও এমিলিয়ানো মার্টিনেজকে ঢাকা-কলকাতা ঘুরিয়ে নিয়েছেন তিনি।

এদিকে রোনালদিনহোর সফর নিয়ে শতদ্রু জানিয়েছেন, আগামী ১৮ অক্টোবর রাতে রাজধানীর ফাইভ স্টার একটি হোটেলে এক ইভেন্টে অংশ নেবেন ব্রাজিলের এই ফুটবল জাদুকর।

জানা গেছে সেখানে উপস্থিত থাকবেন সাবেক ফুটবলার ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অনুমতি পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে ব্রাজিলের এ সাবেক এই ফুটবলারের।

অপরদিকে ঢাকা সফরের আগে দুদিন কলকাতায় কয়েকটি ইভেন্টে অংশ নেবেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সেখান থেকে এক দিনের জন্য ঢাকায় আসবেন রোনালদিনহো।

আরও পড়ুন: প্যারাগুয়েকে আতিথেয়তার ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন মেসি?

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এমকে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল