Connect with us
ফুটবল

কেমন হবে এশিয়ান কাপের ফরমেট, থাকছে কয়টি করে ম্যাচ?

Bangladesh qualified in AFC Women Asian Cup 2027
এশিয়ান কাপের মূলপর্বে উঠেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে খেলার সুযোগ আদায় করেছে বাংলাদেশের মেয়েরা। সম্প্রতি মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টের মূল পর্বে খেলার টিকেট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে তাদের সামনে রয়েছে বিশ্বকাপ ও অলিম্পিকে কোয়ালিফাই করার মত সুবর্ণ সুযোগ।

২০২৬ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে আসন্ন নারী এশিয়ান কাপ। যেখানে অংশ নেবে মোট ১২টি দল। তিন গ্রুপে ভাগ হয়ে চারটি করে দল খেলবে একে অপরের বিপক্ষে। আগামী ২৯ জুলাই সিডনিতে অনুষ্ঠিত হবে গ্রুপ প্রতিদ্বন্দ্বী নির্ধারণের ড্র। ইতোমধ্যে দলগুলোকে চারটি ভিন্ন পটে ভাগ করা হয়েছে।

পট-১: অস্ট্রেলিয়া (স্বাগতিক), জাপান, দক্ষিণ কোরিয়া। পট-২: চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম। পট-৩: ফিলিপাইন, চাইনিজ তাইপ, উজবেকিস্তান। পট-৪: বাংলাদেশ, ভারত ও (বাছাইপর্ব ‘এ’ গ্রুপ থেকে আসা একটি দল)। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে গঠন করা হবে মূল পর্বের গ্রুপ। অর্থাৎ বাংলাদেশের গ্রুপে থাকবে প্রথম তিন পটের যেকোনো একটি করে দল।


আরও পড়ুন:

» সাবেক ভারতীয় ক্রিকেটারকে ছাপিয়ে জো রুটের বিশ্বরেকর্ড

» ক্রিকেট ইতিহাসে আগে ঘটেনি এমন, বিরল কীর্তি কিশোরের


চার দলের প্রতিটি গ্রুপে দলগুলো খেলবে একে অপরের বিপক্ষে মোট তিনটি ম্যাচ। গ্রুপ পর্বের খেলা শেষে তিন গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। সেরা ৬ দলের পাশাপাশি কোয়ার্টারে খেলার সুযোগ থাকবে আরও দুই দলের। প্রতিটি গ্রুপের তৃতীয় অবস্থানে থাকা দল গুলো থেকে মুখোমুখি লড়াইয়ে নির্ধারণ হবে কোয়ার্টারের সপ্তম ও অষ্টম দল।

কোয়ার্টার ফাইনালে জয়ী প্রতিটি দল সরাসরি পৌঁছে যাবে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপে। পরাজিত দলগুলোর জন্যেও থাকবে সুযোগ। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া চার দলের মধ্য থেকে মুখোমুখি প্রতিযোগিতা শেষে বিশ্বকাপের টিকিট পাবে আরও দুটি দল। আর সেরা আটে অর্থাৎ কোয়ার্টারে যোগ দেয়া প্রতিটি দল সরাসরি খেলবে আগামী অলিম্পিকে।

অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ১ মার্চ থেকে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে যেই টুর্নামেন্টের পর্দা নামবে পরবর্তী ২১ মার্চ। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ। গ্রুপ পর্বে বাংলার বাঘিনীদের সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিংয়ে থাকা দল হতে পারে উজবেকিস্তান (৫১তম)। বাকি দলগুলো রয়েছে আরও শীর্ষ পর্যায়ে (যেমন: জাপান ৭ম)।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল