Connect with us
ক্রিকেট

নানা হওয়ার খুশিতে যা বললেন শহীদ আফ্রিদি

শাহীন আফ্রিদি এবং শহীদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চলাকালেই সুসংবাদ পেয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের চতুর্থ দিনে শাহিন ও আনশা দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। পরবর্তীতে এদিন উইকেট পেয়ে সন্তানকে উৎসর্গ করে উদযাপন করতে দেখা যায় এই তারকা পাক পেসারকে।

আনশা আফ্রিদি হলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ে। গত বছর ফেব্রুয়ারিতে আনশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমান জাতীয় দলের তারকা পেসার শাহিন আফ্রিদি। গতকাল শনিবার (২৪ আগস্ট) আফ্রিদির পরিবারের পক্ষ থেকে ছেলে সন্তানের আগমনের বিষয়টি জানানো হয়। নানা হওয়ার খুশিতে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন শহীদ আফ্রিদি।

নিজের সেই পোস্টে আফ্রিদি লিখেন, ‘ক্রিকেট বিশ্বের সর্বকনিষ্ঠ নানা হওয়ার জন্য, আমি আপনার সমস্ত বন্ধুদের কাছ থেকে অসংখ্য ভালবাসায় সিক্ত বার্তা পাচ্ছি। আমি এবং আমার পরিবার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই আনন্দে শরীক হওয়ার জন্য।’

এদিকে আফ্রিদি ও আনশার পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার শাহিন আফ্রিদি। যা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তারা। শোনা যাচ্ছে, প্রথম টেস্ট শেষে করাচিতে থাকা স্ত্রী-সন্তানের কাছে যেতে পারেন আফ্রিদি। এরপর আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগেই রাওয়ালপিন্ডিতে ফিরবেন এই তারকা পেসার।

গতকাল পিন্ডি টেস্টের চতুর্থ দিনে বল হাতে প্রথম ও দ্বিতীয় সেশনে উইকেটেশূন্য ছিলেন আফ্রিদি। তবে দিনের তৃতীয় সেশনে এসে প্রথম উইকেটের দেখা পান এই পেসার। হাসান মাহমুদকে আউট করার পর তার নবজাতক পুত্রকে উৎসর্গ করে উদযাপন করেন তিনি। এরপর মেহেদি হাসান মিরাজের উইকেটও তুলে নেন আফ্রিদি।

আরও পড়ুন: ১৫ হাজার রানের মাইলফলক ছোঁয়া মুশফিকের প্রশংসায় শান্ত-মিরাজ

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট