Connect with us
ক্রিকেট

সৌম্যর রেকর্ডময় ইনিংস নিয়ে যা বললেন রবিন্দ্র

What Ravindra said about Soumya's record-breaking innings
সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫১ বলে ১৬৯ রানের রেকর্ডময় ইনিংস খেলেন সৌম্য। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আশা নিয়ে দেশ ছাড়া বাংলাদেশ দল ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ হাত ছাড়া করে ফেলেছে। প্রথম ম্যাচের পর গতকাল (বুধবার) দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটে হেরে ২-০ তে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় ম্যাচে হারলেও সৌম্য সরকারের ১৬৯ রানের রেকর্ডময় ইনিংস কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে টাইগারদের। সৌম্যর এই এই রেকর্ডময় ইনিংসের প্রশংসা করেছেন কিউই অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। এছাড়া বাংলাদেশ দলেরও প্রশংসা করেছেন এই অলরাউন্ডার।

রবীন্দ্র বলেন, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। বিভিন্ন সময় তারাও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। সৌম্য যেভাবে খেলেছে, তা ছিল অবিশ্বাস্য। প্রথম ম্যাচে ত দুই ব্যাটার শূন্য রানেই সাজঘরে ফেরেন। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রেখেছে।’

তবে তৃতীয় ম্যাচেও জয় নিয়েই সিরিজটি শেষ করার আশা ব্যক্ত করে রবীন্দ্র বলেন, ‘আশা করছি জয় দিয়েই সিরিজটা শেষ করতে পারবো। ফলাফল যেমনই হোক আমরা আমাদের পরিকল্পনা মতোই আগাবো। সবাই একসঙ্গে মিলে নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাই।’

আরেক কিউই ব্যাটার হেনরি নিকোলাস সৌম্যর রেকর্ডময় ইনিংসের প্রশংসা করে বলেন, ‘চমৎকার ইনিংস, দারুন খেলেছে সৌম্য। ম্যাচজুড়ে প্রতিনিয়ত আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে সে। তার এই ১৬৯ রানের ইনিংসে ভর করেই বাংলাদেশ ২৯০ রান করেছে। সে একজন প্রতিভাবান ক্রিকেটার তা আজ প্রমান করেছে।’

ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে কিউইরা। আগামী শনিবার (২৩ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এ দু’টি দল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪ টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন: সৌম্যের রেকর্ড গড়া ইনিংস নিয়ে বিসিবির বক্তব্য

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট