Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর সতীর্থদের নিয়ে যা বললেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি- গুগল

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো মুখোমুখি হয়েই ইতিহাস গড়েছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পাননি মেহেদী হাসান মিরাজ। তবে পরের ম্যাচে একাদশে ঢুকেই ক্যারিয়ারসেরা বোলিং করে বাংলাদেশকে সিরিজ উপহারে বড় ভূমিকা রাখেন মিরাজ।

আর গতকাল ইংলিশদের ধবলধোলাই করার ম্যাচে জস বাটলারকে অসাধারণ এক থ্রোতে রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিরাজ।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এই স্পিন অলরাউন্ডার। তিনি মনে করেন, জাতীয় দলে বর্তমানে অনেক ম্যাচ উইনার আছেন। যারা যেকোনো সময় যেকেনো ম্যাচ জেতানোর সক্ষমতা রাখেন।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি মিরাজ বলেন, ‘আমরা ম্যাচের ফল নিয়ে চিন্তা করিনি। চেষ্টা করেছি প্রক্রিয়ায় কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে। দিনশেষে ফলাফল আসবেই। কিন্তু আমরা যদি প্রক্রিয়া অনুসরণ না করি, তাহলে ফলাফল কখনোই আসবে না।

আমরা মাঠে সেই চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য আর বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। সব মিলে টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই আমরা জিতেছি।’

মিরাজ বলেন, ‘ম্যাচে সাকিব ভাইকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্বমানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন হব।’

মিরাজ বলেন, আমাদের দলে এখন অনেক ম্যাচ উইনার রয়েছে। এটা খুব ইতিবাচক একটা দিক। দিনশেষে দলের ভেতর যত বেশি উইনিং খেলোয়াড় থাকবে, আমরা বিশ্বাস করি সেই জেতাতে পারে।

দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন ম্যাচ জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে এটা ভালো লাগছে। আমি চেষ্টা করছি ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখতে।

ক্রিফোস্পোর্টস/ ১৫ মার্চ ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট