Connect with us
ফুটবল

উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে কী হয়েছিল গ্যালারিতে

Darwin Nunez
খেলা শেষে গ্যালারীতে উঠে যান উরুগুয়ান স্ট্রাইকার নুনেজ। ছবি - সংগৃহীত

আজ ভোরে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও কলম্বিয়া। ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে হামেস রদ্রিগেজের কলম্বিয়া। ১৩ বছর পর উরুগুয়ের সামনেও সুযোগ ছিল ফাইনালে গিয়ে ইতিহাস গড়ার। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয় যৌথভাবে সর্বোচ্চ ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের।

এমন ম্যাচে হয়তো সব আলো কেঁড়ে নেয়ার কথা ছিল ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়ার। কিন্তু হলো তার উল্টোটা। খেলা শেষে সব নজর কেঁড়ে নেয় গ্যালারিতে হওয়া মারামারি কাণ্ড। এদিন খেলা শেষ হওয়ার ওর মাঠের দর্শক সারিতে কলম্বিয়ার দর্শকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা।

তার আগে অবশ্য মাঠেও কম উত্তাপ ছড়ায়নি উরুগুয়ে-কলম্বিয়ার ম্যাচটি। দু’দলের খেলোয়াড়েরা ম্যাচে মোট ফাউল করেছে ২৪ টি। রেফারিকে ১ বার লাল কার্ড আর ৬ বার হলুদ কার্ড দেখাতে হয়েছে। এ থেকেই বোঝা যায়, মাঠের উত্তেজনাও কোনো অংশেই কম ছিল না। শেষ পর্যন্ত ১-০ তে জয় নিয়ে ইতিহাস গড়ে লস ক্যাফেতেরোসরা।

আরো পড়ুন : ইউরোপ-আমেরিকায় ফুটবল বসন্ত, এক নজরে ফাইনালের সময় সূচি

যদিও ফাইনালে যাওয়ার মোক্ষম সুযোগ ছিল উরুগুয়ের সামনেও। কিন্তু ১০ জনের দল নিয়ে পুরো দ্বিতীয়ার্ধ খেলার পরও কলম্বিয়ার জালে বল জড়াতে ব্যর্থ হয় ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। ফলে ১৬ তম বারের মত ট্রফি উঁচিয়ে ধরার সুযোগটা হাত ছাড়া হয় সুয়ারেজ-নুনেজদের। ম্যাচ হেরে মেজাজ হারিয়েই কি না খেলা শেষে কলম্বিয়ার দর্শকদের উপর চড়াও হন উরুগুয়ের ফুটবলাররা।

খেলার মধ্যেও প্রতিপক্ষ ফুটবলারদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন মার্সেলো বিয়েলসার শিষ্যরা। যার সূচনা টেনেছিলেন লুইস সুয়ারেজ, পরে উরুগুয়ের আর্জেন্টাইন কোচ বিয়েলসা শিষ্যদের ঠাণ্ডা করার চেষ্টা করেন। কিন্তু এরপর যা ঘটল, সেটা বেশি বেশি বললেও কি ভুল হবে? উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজ দর্শক সারিতে উঠে গিয়ে কিল-ঘুষি মারতে শুরু করেন। তাকে অনেকেই থামানোর চেষ্টা করছেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকেও দেখা গেছে কিন্তু তিনি সেখানে মারামারি করেননি।

বিষয়টি নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ। তিনি নিজেদের খেলোয়াড়দের সাফাই গেয়ে বলেন, ‘কলম্বিয়ার দর্শকরা আমাদের পরিবারের সদস্যদের উপর আক্রমণ করেছিল। তারা এতটাই জঘন্য! এমন পরিস্থিতিতে অনেকের কোলে ছোট বাচ্চাও ছিল। তাদের নিরাপত্তা দেয়ার জন্য সেখানে কোনো পুলিশ সদস্যও ছিল না। সেখানে থাকা দর্শকেরা জানেই না, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়।’

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল