Connect with us
ফুটবল

মেসির ১০ নম্বর জার্সিতে গোল করে যা বললেন দিবালা

১০ নম্বর জার্সিতে দিবালা। ছবি- সংগৃহীত

গেল কোপা জয়ের রাতেই ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তারপর থেকে এখন পর্যন্ত মাঠের বাইরে আছেন এই তারকা ফুটবলার। মেসির অনুপস্থিতিতে দলের আক্রমণ ভাগের সক্ষমতা বাড়াতে দলে ভেড়ানো হয় পাওলো দিবালাকে। এমনকি তাকে দেয়া হয় মেসির ১০ নম্বর জার্সি।

প্রায় দেড় যুগ যাবৎ আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পড়ে মাঠ মাতছাচ্ছেন লিওনেল মেসি। তবে এবার সেই জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেললেন দিবালা। এই ম্যাচের আগেই কোচ লিওনেল স্কালোনি আভাস দিয়েছিলেন এমন কিছুর। আর তেমনটাই হয়েছে আজ ভোরে।

চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ শেষ ১০ মিনিট দিবালা খেলেছিলেন বদলি ফুটবলার হিসেবে। আর এতটুকু সময়ই পেয়ে গেছেন নিজের কাঙ্খিত গোল। ম্যাচের যোগ করার সময়ে দারুন একটি গোল করে চিলির কফিনে শেষ পেরেক ঢুকে দেন তিনি। আর্জেন্টিনা পেয়ে যায় ৩-০ গোলের বড় জয়।

এদিন ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দিবালা দিবালা ১০ নম্বর জার্সি সম্পর্কে বলেন, ‘আমি জানি জার্সিটা আমার না। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এই জার্সির প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে আমার এটা পরা উচিত। তবে আদৌ নেওয়া উচিত কিনা তখনও বুঝতে পারছিলাম না। তবে দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে।’

কম্বিনেশনের কারণে নিয়মিত আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পান না জুভেন্টাসের এই ফুটবলার। যদিও তার কার্যকারিতা সম্পর্কে আগে অসংখ্যবার প্রমাণ দিয়েছেন এই আর্জেন্টাইন। আজ সুযোগ পেয়ে দিবালা বলেন, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। হয়তো ফিরতে পারব না; তবে আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

আরও পড়ুন: রোনালদোর ইতিহাস গড়ার রাতে নেশনস লিগে পর্তুগালের শুভ সূচনা

ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল