Connect with us
ক্রিকেট

একদিন আগে শ্রীলঙ্কার দল ঘোষণা, কি বলছেন লঙ্কান কোচ?

Sri Lankan team announcement
ম্যাচের একদিন আগে ওয়ানডে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কাল দুপুর ২ টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগের দিন (আজ মঙ্গলবার) এসে অবশেষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এর আগে টি-টোয়েন্টি সিরিজের কয়েকজন ক্রিকেটার যে দলে থাকবেন না সেটাই আগেই বোঝা গিয়েছিল। কেননা দাসুন শানাকা, মাথিশা পাথিরানা ও নুয়ান তুশারা ২০ ওভারের সিরিজ শেষেই দেশের বিমান ধরেছিল। এবারে ওয়ানডে স্কোয়াডেও তাদের রাখা হয়নি। এছাড়া অলরাউন্ডার চামিকা করুণারত্ন ছাড়াও চোট কাটিয়ে ফিরেছেন পাথুম নিশাঙ্কা।

টাইগারদের বিপক্ষে ২০ ওভারের সিরিজেই খেলার কথা ছিল নিশাঙ্কার। কিন্তু ইনজুরিতে থাকায় গত সিরিজে খেলা হয়নি আফগানদের বিপক্ষে প্রথম কোন লঙ্কান ব্যাটার হিসেবে দুইশো রানের ইনিংস খেলা এই ব্যাটারের।

এছাড়াও বোলিং বিভাগের শক্তি বাড়াতে তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে রয়েছেন দুনিথ ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা ও মহেশ থিকশানা। সাথে পেসার লাহিরু কুমারার অন্তর্ভুক্তি বোলিং বিভাগকে আরও শক্তিশালী করেছে।

তবে সফরকারীদের স্কোয়াড ঘোষণায় এত বিলম্বের কারণ সম্পর্কে আজ লঙ্কানদের কোচ ক্রিস সিলভারউডের কাছে সংবাদ সম্মেলনে জানতে চায় গণমাধ্যম। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এসে প্রশ্নের জবাবে সিলভারউড জানান, ‘প্রেস রিলিজ দেয়া আমার কাজ নয়। আর বিষয়টির কারণ সম্পর্কেও আমার আসলে জানা নেই তাই দূর্ভাগ্যজনকভাবে এর উত্তর আনার পক্ষ থেকে দেয়াটা সম্ভব না।’

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচের দ্বৈরথ নিয়েও ইতিবাচক কথাই বললেন লঙ্কানদের হেড কোচ, ‘ক্রিকেটে এমন দ্বৈরথ খুব ভালো। টি-টোয়েন্টি সিরিজে আমরা দুইটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের খেলা দেখেছি। ওয়ানডে সিরিজেও আমি এমনটাই চাই। আমার মনে হয়, দু’টি দলই এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চায়।’ সাথে ওয়ানডেতে বড় স্কোরের ইনিংস খেলার আশাও ব্যক্ত করেন ক্রিস সিলভারউড।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর শেষ দুই ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ এবং আফগানদের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে বর্তমানে বেশ আত্নবিশ্বাসী লঙ্কানরা৷ তাই স্বাগতিকদের বিপক্ষে কাল শুরু হওয়া প্রথম ম্যাচের আগে কিছুটা হলেও এগিয়ে থাকছে সফরকারীরা। আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২ টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

আরও পড়ুন: সৌম্যর থেকে অলরাউন্ড পারফরম্যান্স চান শান্ত 

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট