Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

What Bangladesh captain said after defeating Sri Lanka
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন শান্ত। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের পর ১-১ সমতা বিরাজ করছিলো। আজ (সোমবার) সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে সিরিজটি নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

একপ্রকার অঘোষিত এই ফাইনালে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন পেসাররা। চট্টগ্রামে প্রথমে ব্যাট করতে নেমে তাসকিনের আগুন ঝরানো বোলিংয়ে ১ রান করেই ফিরে যান আগের ম্যাচে শতক হাকানো পাথুম নিশাঙ্কা। তাসকিনের দ্বিতীয় ওভারেই ফিরে যান আরেক ওপেনার আভিষ্কা ফার্নানদো।

তাসকিনের পর আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তুলে নেন সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার উইকেটক। মাঝে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের স্পিন ভেলকিতে ১৫৪ রানেই ৭ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তবে জানিথ লিয়ানাগের অপরাজিত শতকে ভর করে শেষ পর্যন্ত ২৩৫ রানের পুজি পায় লঙ্কানরা।

২৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ৮৪, মুশফিকের ৩৭ এবং শেষদিকে রিশাদ হোসেনের ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংসে প্রায় ১০ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়ে সক্ষম হয় টাইগাররা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম-মুশফিকদের প্রশংসায় ভাসান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘তানজিদ শুরুতে অনেক ভালো ব্যাটিং করেছে। এরপর মুশফিক ভাই যেভাবে খেলেছেন, আমার মনে হয় রিশাদের ইনিংসকে ভালো করতে এটা সাহায্য করেছে।’

এছাড়া তাসকিন-মিরাজদের বোলিংয়েরও প্রশংসা করেছেন শান্ত, ‘এ ধরনের উইকেটে বোলাররা নিজেদের প্রমাণ করেছে। পেসাররা অনেক ভালো বোলিং করেছে। আর মাঝের ওভারে মিরাজ দারুণ বোলিং করেছে।’

তবে আজ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি শান্ত। প্রথম ম্যাচে জয়সূচক ১২২, দ্বিতীয় ম্যাচে ৪০ রানের পর আজ ১ রান করেই ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে ম্যাচ শেষে সিরিজ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই।

আরও পড়ুন: শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট