Connect with us
ক্রিকেট

নড়বড়ে ব্যাটিংয়ে তৃতীয় দিনেই হারলো ওয়েস্ট ইন্ডিজ

Australia defeated West Indies in Adelaide
অ্যাডিলেডে ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিনে হারলো ওয়েস্ট ইন্ডিজ। ছবি- ইএসপিএন

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ফলাফল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২০ রান তুলে কোনরকমে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছে ক্যারিবিয়ানরা। মাত্র ২৬ রানের লক্ষ্য পূরণ করে তৃতীয় দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

বোলারদের আধিপত্যের এই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ব্যবধান গড়ে নেয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড। আর এতে অল্পরানেই গুটিয়ে যায় সফরকারীরা। মাত্র ৬.৪ ওভার ব্যাট করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

আগের দিনে শেষ বিকালে মাত্র ৭৩ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। যারমধ্যে চারটা উইকেটই নেন হ্যাজেলউড। তৃতীয় দিনে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। জশুয়া দা সিলভা ও আলজেরি জোসেফকে শুরুতেই ফিরিয়ে দেন মিচেল স্টার্ক।

এর পর গুডাকেশ মুটিকে আউট করে টেস্ট ক্রিকেটে নিজের ১১তম ফাইফার তুলে নেন হ্যাজেলউড। প্রথম ইনিংসেও তিনি শিকার করেছিলেন ৪ উইকেট। এতে করে ম্যাচের সেরা বোলার হন তিনি। এদিকে বোলারদের আধিপত্য ছড়ানো ম্যাচে সেঞ্চুরি করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিল হেড।

দ্বিতীয় দিন শেষে ম্যাচে পিছিয়ে থাকলেও দিনের বড় একটা অংশ জুড়ে ছিলেন ক্যারিবিয়ান অভিষিক্ত ফাস্ট বোলার শামার জোসেফ। ক্যারিয়ারের প্রথম বলে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অভিষেক ম্যাচে ৫ উইকেট শিকার করেন তিনি। এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ছাড়েন অজি ওপেনার উসমান খাজা।

এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় এবং শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে সফরকারীদের। সেই লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: বার্সেলোনার জয়ের রাতে, রুদ্ধশ্বাস ম্যাচ হেরে রিয়ালের বিদায়

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট