Connect with us
ক্রিকেট

শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

Australia vs West Indies
মানরক্ষার ম্যাচে জয় পেল ক্যারিবিয়ানরা। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টোয়েন্টিতে সিরিজ খোয়ালেও শেষ ম্যাচে জয় পেয়ে মানরক্ষা করলো সফরকারীরা। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ (মঙ্গলবার) স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারিয়ে সফরটা হাসিমুখেই সমাপ্ত করেছে রাসেল-পুরানরা।

এদিন পার্থে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে আন্দ্রে রাসেলের ৭১, শেরফেন রাদারফোর্ডের ৬৭ এবং অন্যান্য ব্যাটারদের ক্যামিওতে ২২০ রানের বিশাল পুজি পায় ক্যারিবিয়ানরা।

জবাবে ২০ ওভারে কেবল ১৮৩ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। দলের হয়ে ডেভিড ওয়ার্নার ৮১ এবং টিম ডেভিড ৪১ রান করেন। ক্যারিবিয়ানদের হয়ে রোমারিও সেফার্ড ও রস্টন চেজ ২টি করে উইকেট নেন।

এদিকে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে আগেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২২০/৬ (২০ ওভার)

অস্ট্রেলিয়া: ১৮৩/৫ (২০ ওভার)

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানে জয়ী

আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ 

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট