Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ

অবসর
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেন ওয়াটসনের বিপক্ষে ভয়ঙ্কর রূপ দেখান পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ছবি-গুগল

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার শেষ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন পাকিস্তানের তারকা পেস বোলার ওয়াহাব রিয়াজ।

গত জানুয়ারিতে পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী হন ওয়াহাব। বর্তমানে পাকিস্তানের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী ওয়াহাব রিয়াজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এমন ঘোষণাই দিয়েছেন।

আজ বুধবার অবসর নেওয়ার ঘোষণা দিয়ে ওয়াহাব রিয়াজ তার টুইট বার্তায় লিখেন, ‘আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য একটি সফল শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত এবং আমাকে সমর্থন করা প্রত্যেককে বড় ধন্যবাদ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বে রোমাঞ্চকর সময় আসছে।’

সংবাদ বিবৃতিতে ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমি গত দুই বছর ধরে অবসরের পরিকল্পনার কথা বলছিলাম, ২০২৩ সাল আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার লক্ষ্যের কথা। আমি এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি যে আমি আমার দেশ এবং জাতীয় দলকে আমার সেরাটা দিয়ে সেবা করেছি।’

পাকিস্তানের হয়ে মাঠ কাঁপানো এই পেসার আরও বলেছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা অনেক সম্মান এবং সৌভাগ্যের বিষয়। আমি এই অধ্যায়কে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব আরও কিছুদিন।’

ওয়াহাব রিয়াজ শেষবার জাতীয় দলের জার্সি পরেন ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট নেন এই পেসার।

ওয়ানডেতে তার শিকার ১২০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৪টি। সম্প্রতি পেশওয়ার জালমির হয়ে সবশেষ পিএসএলে খেলেছেন তিনি।

আরও পড়ুনঃ ইউরোপিয়ান ফুটবল ও তিন মহাতারকার গল্প

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট