Connect with us
ক্রিকেট

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিরাটের নতুন মাইলফলক

বিরাট কোহলি। ছবি- ইএসপিএন

আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজের চেন্নাইয়ের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ম্যাচ হারলেও ব্যক্তিগত নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বিরাট। ভারতীয় প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রান করেছেন তিনি।

গতকাল শুক্রবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যে ১৭৩ রান সংগ্রহ করতে পারে বেঙ্গালুরু। এদিন ওপেনিংয়ে এসে ৬ রান করতেই নতুন সেই মাইলফলক স্পর্শ করেন বিরাট। তবে শেষ পর্যন্ত ২১ রান করে তিনি আউট হন ফিজের বলে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ষষ্ঠ ব্যাটার হিসেবে ১২ হাজার রান পূরণ করেছেন বিরাট কোহলি। তবে বিশ্বের দ্বিতীয় দ্রুততম সময়ের মধ্যে এই কীর্তি করেছেন তিনি। যেখানে তার আগে আছে কেবল ক্রিস গেইল। এই মাইল ফলক স্পর্শ করতে বিরাট কোহলিকে খেলতে হয়েছে ৩৬০ টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ক্রিস গেইলের প্রয়োজন হয়েছিল ৩৪৩ ম্যাচ।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। যেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান সংগ্রহের রেকর্ড রয়েছে তার। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১১৪১ রান বিরাটের দখলে। এমনকি আইপিএল ইতিহাসেও সর্বোচ্চ রানের খেতাব তার।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান যাদের :

ক্রিস গেইল – ১৪৫৬২
শোয়েব মালিক – ১৩৩৬০
কাইরন পোলার্ড – ১২৯০০
অ্যালেক্স হেলস – ১২৩১৯
ডেভিড ওয়ার্নার – ১২০৬৫
বিরাট কোহলি – ১২০১৫

আরও পড়ুন: আইপিএলে দুর্দান্ত শুরু, মুস্তাফিজকে শুভকামনা জানালেন মুশফিক

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট