Connect with us
ফুটবল

ইনজুরিতে ভিনিসিয়াস, মিস করবেন মাদ্রিদ ডার্বি ও বিশ্বকাপ বাছাই

vini
কমপক্ষে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ভিনি। ছবি-গুগল

সেল্টো ভিগোর বিপক্ষে ১৮ মিনিটেই চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তখনও জানা যায়নি ব্রাজিলিয়ান এই উইঙ্গারের চোট কতটা গুরুতর।

রিয়ালের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে ডান ঊরুর মাংশপেশিতে চোট পেয়েছেন ভিনি। ধারণা করা হচ্ছে, কমপক্ষে এক মাসের জন্য মাঠের বাইরেই থাকবেন ভিনি। সময়টা ছয় সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে।

ইএসপিএন সূত্র থেকে জানা গিয়েছে, ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন ভিনি।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। এ সময় রিয়ালের হয়ে আট ম্যাচ খেলতে পারবেন না তিনি, যার মধ্যে ২৪ সেপ্টেম্বর রয়েছে মাদ্রিদ ডার্বি।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাই পর্বের অংশ হিসেবে আয়োজিত আন্তর্জাতিক ফুটবলের দুটি ম্যাচও মিস করবেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ম্যাচ দুটো হচ্ছে ৮ সেপ্টেম্বর ব্রাজিল-বলিভিয়া ও ১৩ সেপ্টেম্বর ব্রাজিল-পেরু।

রিয়ালের হয়ে ভিনি এ পর্যন্ত খেলেছেন ২২৮ ম্যাচ। যেখানে তাঁর গোল সংখ্যা ৬০টি। অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। আর ব্রাজিলের জার্সিতে ভিনি খেলেছেন ২৩ ম্যাচ। ২৩ ম্যাচে ভিনির গোল ও অ্যাসিস্ট সমান ৩টি করে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার দুর্বল বোলিংয়ের মুখোমুখি বাংলাদেশের অনভিজ্ঞ ওপেনিং

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল