Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হলেন উসাইন বোল্ট

Usain Bolt is the ambassador of T20 World Cup
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর গতিমানব উসাইন বোল্ট। ছবি- সংগৃহীত

চলতি বছর মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টির বিশ্ব আসর। আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

বুধবার (২৪ এপ্রিল) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে উসাইন বোল্টের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটকে বিশ্ব দরবারের কাছে তুলে ধরতেই এই জ্যামাইকান তারকা অ্যাথলেটকে অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে আইসিসি।

অ্যাম্বাসেডর হয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাবেক এই জ্যামাইকান স্প্রিন্টার। তিনি বলেন, ‘এমন একটি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হতে পেরে আমি অনেক রোমাঞ্চিত। ক্রিকেট ক্যারিবিয়ানদের জীবনের একটি অংশ, আমিও সেখান থেকেই এসেছি। এই খেলাটি আমার হৃদয়ের একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। এমন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি সত্যিই সন্মানিত।’

২০০৪ সালে এথেন্স অলিম্পিক দিয়ে যাত্রা শুরু করা উসাইন বোল্ট ক্যারিয়ার জুড়ে অসংখ্য খ্যাতি অর্জন করেছেন। ২০০৯ সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। যা এখনো ভাঙতে পারেনি কেই।

২০১৭ সালে অবসরের আগে অসংখ্য বিশ্বরেকর্ড গড়েছেন বোল্ট। দৌড়কে বিদায় জানালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়ার মধ্য দিয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন এই জ্যামাইকান।

আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। আর ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে একমাসব্যাপী এই জমজমাট টুর্নামেন্টের পর্দা নামবে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট 

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট