Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

Bangladesh vs USA 2nd T20
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ। ছবি- সংগৃহীত

প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর  বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে মানরক্ষা করতে পারলো না টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে ইতিহাস গড়লো স্বাগতিকরা। 

যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে বোলিং করে স্বাগতিকদের দেড়শোর আগেই আটকে দেয় বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র।

এদিন ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান রান যোগ করে যুক্তরাষ্ট্র। দলীয় সপ্তম ওভারে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন রিশাদ হোসেন। নিজের করা প্রথম ওভারে পর পর দুই বলে দুটি উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।

টানা দুই উইকেট হারানোর পর মোনাঙ্ক প্যাটেল ও অ্যারন জনসের ব্যাটে ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। কিছুটা ধীরগতিতে খেলে তৃতীয় উইকেটে ৫৬ বলে ৬০ রান যোগ করে এই জুটি। তবে এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি প্রথম ম্যাচের জয়ের নায়ক কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং। অ্যান্ডারসন ১০ বলে ১১ এবং হারমিত রানের খাতার খোলার আগেই আউট হয়ে যান।

শেষ পর্যন্ত টেনেটুনে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মায়াঙ্ক প্যাটেল। এছাড়া স্টিভেন টেলর ৩১ ও অ্যারন জনস ৩৫ রান করেন।বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন ২টি করে উইকেট শিকার করেছেন।

জবাবে ১৯.৩ ওভারে ১৩৮ রান তুলেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬ রানে জয় নিয়ে সিরিজ জিতে নেয় যুক্তরাষ্ট্র।

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। এরপর দলের প্রাথমিক বিপত্তি সামাল দেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত।

তবে দলীয় ৩০ রানে তামিম ফিরে গেলে ভেঙে আবারো বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন শান্ত। তবে দলীয় ৭৮ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফিরে যান শান্ত। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৪ বলে ৩৬ রান করেন শান্ত।

শান্ত ফিরে যাওয়ার পর হৃদয় ও মাহমুদউল্লাহকে হারিয়ে আবারো চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে একপ্রান্তে আগলে রাখার চেষ্টা করেন সাকিব আল হাসান। তবে ইনিংসের ১৭ ও ১৮তম দ্রুত জাকের-সাকিবদের হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৩৮ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।

যুক্তরাষ্ট্রের হয়ে আলি খান ৩টি এবং  শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক ও সৌরভ নেত্রাভালকার ২টি করে উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন:  টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে যে টিভির পর্দায় 

ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট