Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সেমিফাইনাল নিশ্চিতে আজ মাঠে নামবে বাংলাদেশ

Bangladesh Under 19 players celebration
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি- সংগৃহীত

চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্ব। এই রাউন্ড থেকে দুই গ্রুপের সেরা দুটি করে দল যোগ্যতা অর্জন করবে সেমিফাইনাল খেলার। সেই লক্ষ্যে বেনোনিতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সুপার সিক্সের শেষ ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি। তবে শেষ চারের টিকিট পেতে কেবল জয়ই যথেষ্ট নয় বাংলাদেশের। কেননা এই ম্যাচে জিতলে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দলের সমান ৬ পয়েন্ট হবে। তাই তখন তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে।

নেট রানরেটের সমীকরণে এগিয়ে থাকতে রান তাড়া করার সময় ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে বাংলাদেশকে জিততে হবে ম্যাচ। এক্ষেত্রে টার্গেট যদি ৩০০ হয় তবে ৩৯.৩ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে। আবার ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রান করলে ৩৮.৪ ওভারের মধ্যে টার্গেট পূরণ করতে হবে বাংলাদেশকে।

তবে বাংলাদেশ যদি আগে ব্যাট করে ২৫০ বা তার কম রান করে, তাহলে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে জিততে হবে ম্যাচ। আর বাংলাদেশ ২৫০ এর বেশি করলে কমপক্ষে ৫১ রানের ব্যবধানে জিততে হবে জুনিয়র টাইগারদের। কেবল এই সমীকরণে ম্যাচ জিতলেই নেট রাননেটে এগিয়ে থেকে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।

এদিকে সুপার সিক্সের গ্রুপ-১ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। পাশাপাশি গ্রুপ-২ থেকে শেষ চারের লড়াইয়ের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার যুবারা। শেষ একটি অবস্থানের জন্য আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

আরও পড়ুন: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চে বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট