Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ : বাংলাদেশের খেলা কবে কখন?

Bangladesh U19s Team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি- সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের আসরের। একই দিনে দিনে আরেকটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এবারের আসরে অংশ নেবে ১৬ টি দল। চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের জায়গা হয়েছে গ্রুপ ‘এ’ তে। আর বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে ২০ জানুয়ারি মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ার পরাশক্তি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে সাকিব-তামিমদের উত্তরসূরীরা।

একদিন বিরতি দিয়ে ২২ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে রাব্বিরা। এরপর লম্বা বিরতি দিয়ে ২৬ তারিখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, শিহাব জেমস, , শেখ পারভেজ জীবন, ইকবাল হাসান ইমন, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা এবং রাফি উজ্জামান রাফি।

স্ট্যান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ আশরাফুল হাসান, আকান্ত শেখ ও তানভীর আহমেদ।

একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি-

তারিখপ্রতিপক্ষভেন্যু
২০ জানুয়ারি বাংলাদেশ বনাম ভারতমানগাং ওভাল, ব্লুমফন্টেইন
২২ জানুয়ারিবাংলাদেশ বনাম আয়ারল্যান্ডমানগাং ওভাল, ব্লুমফন্টেইন
২৬ জানুয়ারি বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রমানগাং ওভাল, ব্লুমফন্টেইন

প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ : সব দেশের পূর্ণাঙ্গ দল 

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট