Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে উগান্ডার প্রথম জয়

বিশ্বকাপে উগান্ডার প্রথম জয়। ছবি- ইএসপিএন

প্রথমবারের মতো ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিয়েছে আফ্রিকার ছোট দেশ উগান্ডা। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিশাল পরাজয়ের লজ্জায় পড়েছিল দলটি। তবে এবার দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। পাপুয়া নিউগিনিকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ জয় করল উগান্ডা।

গতকাল বুধবার দিনের শেষ ম্যাচে গায়ানায় মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউগিনি ও উগান্ডা। শক্তিশালী প্রতিপক্ষ না হলেও পরিসংখ্যানের দিক থেকে এবং বিশ্বকাপ অভিজ্ঞতায় উগান্ডার তুলনায় এগিয়ে থাকবে পাপুয়া নিউগিনি। তবে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় তুলে নিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের হাসি হাসলো উগান্ডা।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। তবে ছোট লক্ষ্য পূরণ করতে নেমে বেশ কষ্টই করতে হয়েছে আফ্রিকার দলটিকে। মাত্র ২৬ রানে ৫ উইকেট হারিয়ে আরও একটি পরাজয়ের শঙ্কায় পরে তারা। তবে রিয়াজাত আলী শাহের ধীরগতির ৩৩ রানের সুবাদে দশ বল হাতে রেখেই জয় পায় উগান্ডা।

রান তাড়া করতে নেমে রিয়াজাত আলী শাহের সঙ্গে ষষ্ঠ উইকেটে জুটি বাধেন জুমা মিয়াজি। তবে ৬১ রানে মিয়াজি এবং ৭৫ রানে রিয়াজাত আউট হলে ফের শঙ্কা জাগে। তবে ম্যাচের ১৯ তম ওভারেই দলের জয় নিশ্চিত করেন ওয়াইসয়া। জয় সূচক শেষ রানটি দৌড়ে নিতেই উল্লাসে ফেটে পরে ডাগআউট আর গ্যালারিতে থাকা গুটিকয়েক উগান্ডান সমর্থক।

২০ দলের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচে এক জয়ে বর্তমানে টেবিলের তিন নম্বরে রয়েছে উগান্ডা। শীর্ষ দুয়ে থাকা আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একটি করে ম্যাচ। এখনও ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে চান জামাল

ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট