আগামীকাল শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ভারতীয় প্রিমিয়ার লিগ– আইপিএলের মেগা নিলাম। তিন বছর পরপর এমন বড় পরিসরে নিলামের আয়োজন করা হয়ে থাকে, যেখানে বিপুল পরিমাণ ক্রিকেটার বিকিকিনি হয়। তবে এবার নিলাম শুরু হওয়ার দুই দিন আগেই বড় দুঃসংবাদ পেল ভারতীয় দুই ক্রিকেটার।
মূলত সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে সেই দুই ক্রিকেটারকে নির্বাসিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড– বিসিসিআই। পাশাপাশি আরও তিন ক্রিকেটারকে রেখেছে সন্দেহের তালিকায়। নিলামের ঠিক দুই দিন আগে সকল দলকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।
নিষেধাজ্ঞায় পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার মনিশ পাণ্ডে। তার সঙ্গে নির্বাসিত করা হয়েছে কর্নাটকের আরেক ক্রিকেটার সৃজিত কৃষ্ণকেও। এই দুজনের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা থাকায় জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। তাদের বিরুদ্ধে হাত বাঁকা করে বল ছোড়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
» বাংলাদেশ ও সাকিবের পৃথক ম্যাচসহ আজকের খেলা (২৩ নভেম্বর ২৪)
» নেশন্স লিগ : শেষ আটে রোনালদো-এমবাপ্পেদের প্রতিপক্ষ যারা
এই দুই ক্রিকেটারকে নির্বাসিত করা হলেও তাদের সঙ্গে আরও তিন ক্রিকেটারকে রাখা হয়েছে সন্দেহজনক তালিকায়। যদিও এখনো তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি ক্রিকেট বোর্ড। যেখানে আছেন দীপক হুডা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। আর এমন ঘটনায় এই ক্রিকেটারদের নেয়ার আগে সতর্ক থাকবে দলগুলো।
আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই মেগা নিলাম। যার আগে আগের মৌসুম থেকে দলগুলো নিজেদের ৪৬ ক্রিকেটার রিটেইন করে রেখেছে দলে। এই নিলামে সর্বোচ্চ আরও ২০৪ জন ক্রিকেটার দল পাবে। যেখানে ১৩৪ স্পট ভারতীয় এবং বাকি ৭০ স্পট থাকছে অ-ভারতীয় ক্রিকেটারদের জন্য।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এফএএস