Connect with us
ফুটবল

সফর বাতিল: ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন রোনালদো

Ronaldo Al-nassr jersey- Reuters
আল-নাসরের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- রয়টার্স

বিশ্বের সর্বত্রই ছড়িয়ে আছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত সমর্থক; ব্যতিক্রম নয় চীনেও। তাই আল-নাসরের হয়ে চীনে রোনালদোর দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানা গেলে উন্মাদনায় ফেটে পড়ে দেশের ফুটবলপ্রেমীরা। তবে ইনজুরিতে খেলার সুযোগ না থাকায় এবার চীনের ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন রোনালদো।

আগামী ২৪ ও ২৮ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং জেজিয়াংয়ের সঙ্গে দুইটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আল-নাসরের। আর সেই ম্যাচের মূল আকর্ষণ ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় এই সুপারস্টার ইনজুরিতে থাকায় ম্যাচ দুটি স্থগিত করার ঘোষনা করা হয়।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে আল নাসর। বিবৃতিতে তারা বলেন, ‘আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে দুর্ভাগ্যজনকভাবে এবং আল নাসরের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে ২৪ ও ২৮ জানুয়ারির ম্যাচ দুটি স্থগিত করতে হচ্ছে। পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঠিক করা হবে।’

ম্যাচ বাতিল হওয়ার পর রোনালদো নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আপনারা জানেন যে ফুটবলে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমি ২২ বছর ধরে ফুটবল খেলছি এবং আমি এমন খেলোয়াড় যে খুব বেশি চোটে পড়িনি। তাই আমার খুব মন খারাপ। আমি চীনের এই সফরে খেলতে মুখিয়ে ছিলাম।’

চীনকে নিজের দ্বিতীয় ঘর উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ২০০৩–০৪ সাল থেকে চীনে আসছি। এটা আমার কাছে ঘরের মতোই। আমার দ্বিতীয় ঘর। আমি এখানে নিজেকে বিশেষ অনুভব করি। আমার মন খারাপ। আমি জানি, আপনাদেরও মন খারাপ। বিশেষ করে সেসব মানুষ, যাঁরা ক্রিস্টিয়ানোকে ভালোবাসেন।’

এক্সে প্রকাশিত এক ভিডিওতে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচ দুটি স্থগিত হওয়ায় নিজের হতাশা প্রকাশ করেন। ভিডিওতে রোনালদো বলেন, ‘আমি এই দেশকে (চীন) ভালোবাসি। আমি এখানে থাকতে ভালোবাসি। আমি তোমার সাথে থাকতে পছন্দ করি। আমি তোমাদের জন্য খেলতে চাই।’

এদিকে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন চীনের ফুটবলপ্রেমীরা। রোনালদোর ম্যাচের টিকিট প্রকাশ পেলে তা মুহূর্তেই শেষ হয়ে যায় ব্যাপক আগ্রহের কারণে। রোনালদোর খেলা উপভোগ করতে বিভিন্ন আয়োজন করে রেখেছিল দেশটি।

চীনে ম্যাচ দুটির পর আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে আল নাসরের জার্সিতে মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হওয়ার কথাও আছে রোনালদোর। তবে ইনজুরির কারণে রোনালদোকে সেই ম্যাচ খেলানোর ঝুঁকি নেবে কিনা টিম ম্যানেজমেন্ট সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: মেসির বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা রোনালদোর

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল