Connect with us
অন্যান্য

ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট ম্যাচসহ আজকের খেলা (১২ জুলাই ২৪)

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। ছবি- ক্রিকইনফো

লর্ডসে চলছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। এদিকে টেনিসে উইম্বলডনে পুরুষ এককের দুই সেমিফাইনাল থাকছে আজ। যেখানে আলকারাজ-মেদভেদেভ এবং জোকোভিচ-মুসেত্তি লড়বে ফাইনালে যাওয়ার লক্ষ্যে।

এক নজরে টেলিভিশনের পর্দায় আজকে যা দেখবেন :

ক্রিকেট

লর্ডস টেস্ট: তৃতীয় দিন
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
বিকেল চারটায় শুরু
সরাসরি দেখাবে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

টেনিস 

উইম্বলডন: পুরুষ সেমিফাইনাল
আলকারাজ বনাম মেদভেদেভ
সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২

জোকোভিচ বনাম মুসেত্তি
প্রথম ম্যাচ শেষে শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২

আরও পড়ুন:

চলতি শতকের অপ্রতিরোধ্য দল আর্জেন্টিনা, ১০ বছরে ৬ ফাইনাল

লর্ডসে অভিষেক টেস্টে রেকর্ডবুকে এই ইংলিশ পেসার

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য