Connect with us
অন্যান্য

ম্যানইউ-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচসহ আজকের খেলা (৭ এপ্রিল ২৪)

ম্যানইউ বনাম লিভারপুল ম্যাচ। ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যকার জমজমাট এক ম্যাচ। এদিকে আইপিএলে লখনৌর বিপক্ষে মাঠে নামবে গুজরাট। অপরদিকে অবস্থার পরিবর্তন করতে মুখোমুখি হবে টেবিলের তলানির দুদল দিল্লি ও মুম্বাই। ক্রিকেটে এছাড়া রয়েছে ডিপিএলের তিন ম্যাচ।

এক নজরে টেলিভিশনের পর্দায় আজকের যা দেখবেন :

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যান ইউনাইটেড বনাম লিভারপুল
রাত সাড়ে আটটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১

চেলসি বনাম শেফিল্ড
রাত সাড়ে দশটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২

টটেনহাম বনাম নটিংহাম
রাত এগারোটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১

ক্রিকেট

আইপিএল
মুম্বাই বনাম দিল্লি
বিকেল চারটায় শুরু
সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি

লখনৌ বনাম গুজরাট
রাত আটটায় শুরু
সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি

ঢাকা প্রিমিয়ার লিগ
গাজী গ্রুপ বনাম শাইনপুকুর
রূপগঞ্জ টাইগার্স বনাম ব্রাদার্স
সিটি ক্লাব বনাম পারটেক্স
সকাল নয়টায় শুরু
সরাসরি দেখাবে বিসিবির ইউটিউব চ্যানেল

আরও পড়ুন: মাঠে নেমেই গোল পেলেন মেসি, মায়ামির ম্যাচ ড্র

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য