Connect with us
ক্রিকেট

সিলেটে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে টাইগাররা 

Ban vs Nz
সিলেটে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে টাইগাররা। ছবি- ক্রিকইনফো

এক উইকেট হাতে রেখে প্রথম দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে এসে প্রথম বলেই অলআউট। প্রথম দিনে করা ৩১০ রানের পুজি নিয়েই বোলিংয়ে নামে মিরাজ-তাইজুলরা। এরপর নানা উত্থান-পতনের মধ্য দিয়ে দিনের শেষ দিকে এসে দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে লিডের আশায় টাইগাররা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশর প্রথম ইনিংস থামে ৩১০ রানে।  জাবাবে কেন উইলিয়ামসনের শতকে ভর করে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে নিউজিল্যান্ড। এখনো ৪৪ রানে পিছিয়ে কিউইরা।

৯ উইকেটে ৩১০ করে প্রথম দিন শেষে করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে দিনের শুরুর বলেই। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা কিছুটা নড়বড়ে ছিলো নিউজিল্যান্ডের। ৩৬ রানের মাথায় তাইজুল প্রথম আঘাত হানলে মাত্র ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন টম লাথাম। এরপর দলীয় ৪৪ রানের মাথায় মিরাজের শিকার হয়ে ফিরে যান আরেক ওপেনার কনওয়ে।

শুরুতেই দুই উইকেট হারানো নিউজিল্যান্ড ঘুরে দাড়াতে থাকে কেন উইলিয়ামস ও হেনরি নিকোলাস জুটিতে ভর করে। তবে এরপর দলীয় শতরানের আগেই তৃতীয় আঘাত হানেন শরীফুল। উইকেটের পিছনে থাকা সোহানের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

নিকোলাস ফিরে যাওয়ার পর ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন উইলিয়ামসন। মিচেল ৪১ করে ফিরে গেলে তার কিছুক্ষণ পরেই ফিরে যান টম ব্লান্ডেল। দ্রুত দু’টি উইকেট হারানোর পর গ্লেন ফিলিপস কে নিয়ে এ যাত্রায় বিপদের সামাল দেন কেন উইলিয়ামসন। দুইজন মিলে ষষ্ঠ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন। পাশাপাশি ব্যক্তিগত শতকও তুলে নেন উইলিয়ামসন।

তবে এর আগের উইলিয়ামসনের উইকেট শিকারের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাইমের বলে ক্যাচ তুলে দিয়েছিল উইলিয়ামসন যা মিস করে মিড অফে থাকা তাইজুল ইসলাম।

উইলিয়াম এবং ফিলিপের জুটিতে যখন বাংলাদেশ প্রায় ম্যাচ থেকে ছিটকেই যাচ্ছিলো তখনই আঘাত হানেন মুমিনুল হক। গ্লেন ফিলিপস ৪২ রান করে ফিরে গেলে তার কিছুক্ষণ পরই তাইজুলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন উইলিয়ামসন। আউট হওয়ার ১১ চারের মারে ২০৫ বলে ১০৪ রান করেন তিনি।

শেষ দিকে এসে তাইজুল আরো একটি উইকেট তুলে নিলে তৃতীয় সেশনটা পুরোপুরি বাংলাদেশের হয়। শেষ পর্যন্ত ২ উইকেট হাতে রেখে ২৬৬ রান করে দ্বিতীয় দিন শেষ করে কিউইরা।

বাংলাদেশের হয়ে তাইজুল একাই নেন ৪ টি উইকেট। এছাড়া শরিফুল, মিরাজ, নাঈম ও মুমিনুল ১ টি করে উইকেট নেন।

 

আরও পড়ুন: এমবাপ্পের শেষ ঝলকে ‘গ্রুপ অব ডেথে’ টিকে রইলো পিএসজি

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট