Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ: দলের সঙ্গে যেতে পারলেন না লিটন ও তানজিম সাকিব

লিটন

এশিয়া কাপ খেলতে আজ (রবিবার) দুপুর ১২.৫৫ মিনিটে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার কলোম্বর উদ্দেশ্যে যাওয়ার আগে দেশবাসীর কাছে দলের জন্য দোয়া চেয়েছেন টাইগাররা।

বিমানবন্দরের ভেতরে একে একে ঢুকেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদ-তামিম-সাকিব আল হাসানরা।

তবে দলের সঙ্গে আপাতত যেতে পারছেন না দেশের উইকেটরক্ষক ওপেনার লিটন দাস এবং এবাদতের বদলে দলে সুযোগ পাওয়া পেসার তানজিম হাসান সাকিব।

লিটন ও তানজিম সাকিবের বিষয়ে জানা গিয়েছে যে,  এবাদতের পরিবর্তে পরবর্তীতে দলে জায়গা পাওয়া তানজিম সাকিব আজকের ফ্লাইটে টিকেট পাননি। তাই তিনি আলাদা গিয়ে দলের সাথে যোগ দিবেন।

এদিকে অসুস্থ হয়ে পড়েছেন লিটন দাস। ক্রিফোস্পোর্টসের সূত্রের মাধ্যমে জানা যায় জ্বরে ভুগছেন তিনি। তবে, ডেঙ্গু নেগেটিভ এসেছে তাঁর। সুস্থ হলে তিনিও দলের সাথে গিয়ে যোগ দিবেন বলে জানা গিয়েছে।

সুস্থ না হলে লিটনের বিকল্প নিয়ে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

উল্লেখ্য, আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

আরও পড়ুন : বাফুফের ছাড়পত্র পাওয়া জামালের আর্জেন্টিনায় অভিষেক আজ

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট